কবিতা ।। মেঠোপথ ।। ইমরান খান রাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। মেঠোপথ ।। ইমরান খান রাজ

 

মেঠোপথ 

ইমরান খান রাজ 

 

গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ ধরে -- হেঁটে যাচ্ছিলাম, 

পথের দু'ধারে আম-জাম-কলা গাছের সারি, 

সাথে মৃদু শীতল বাতাসে যেনো প্রাণ জুড়ায়। 

ছোটছোট ছেলেমেয়েরা সাইকেলের টায়ার- 

এবং কঞ্চি দিয়ে বানানো গাড়ি চালিয়ে যাচ্ছে। 

গাছের ডালে দোয়েল আর শালিক পাখিরা 

ডেকে যাচ্ছে আনমনে, যেনো প্রকৃতিতে বসন্ত লেগেছে। 

কিছুদূর এগিয়ে বয়ে গেছে নদী, স্রোতধারা নদী। 

যেনো সময়ের সাথে পাল্লা দিয়ে চলেছে সে! 

কয়েকজন জেলে মাছ ধরছে আর 

একজন বংশীবাদক মনের সুখে বাজিয়ে যাচ্ছে --

মন ভোলানো বাঁশির সুর, আহা!

No comments:

Post a Comment