Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। দেখা হবে ।। সুবিনয় হালদার

  

দেখা হবে

সুবিনয় হালদার

 
 স্বপ্ন হারিয়ে গেলো দীপ নেভা অন্ধকারে 
সভ্য দুপেয়ে জীব চতুষ্পদের পাশবিকতার ঘৃণ্যতাকে হার-মানায় ;
দেওয়া নেওয়ার নামে মিথ্যা প্রবঞ্জনা ক্ষমতা লালায়িত সুপ্ত বাসনা প্রতিপালন করে !
"নিজের বেলা আঁঠি আঁঠি, পরের বেলা দাঁত কপাটি" গোছের স্বরধ্বনি লাউডস্পিকারের ষাট ডেসিবল-কেও বুড়োআঙুল দেখায় !
ক্ষমতা স্বার্থ আর পদ সব ব্যঞ্জনার বর্ণকে একটু একটু বৈষম্যের আগুনে ঘৃতাহুতি দেয় ! 
গা বাঁচিয়ে চলা মানুষ গুলো বিবেক'কে বন্ধক রেখে- টিভির সিরিয়াল দেখে-, রিয়েলিটি শো দেখে-, 
মনুষ্যত্বের ঘরে দরজা বন্ধ করে বার্থডে পার্টির মোচ্ছবে সামিল হয়ে একে অপরকে আলিঙ্গন করে ন্যাকা ন্যাকা অভিব্যক্তি করে বলে- উফ্ আর বলবেন-না যা দিনকাল- পড়লো--! 
অথচ আত্মসুখে নিমগ্ন নাক উঁচু এরাই খুব সন্তর্পণে অন্যের দিকে অসভ্যতার দায়ভার ঠেলে দিয়ে সাজুগুজু করে গদগদ-কণ্ঠে টকশো'তে বাতেলা ঝারে- ! 
অসভ্যতামির সীমা লঙ্ঘনকারী এইসব সাফেদ মানুষগুলোর আক্কেল হবেনা ;
আদৌ হবে কিনা-
তা কেউ জানেনা ! 
আর কত স্বপ্ন দীপ হারিয়ে গেলে- নিভে গেলে তবেই এদের চেতন ফিরবে ? 
উত্তর নেই জানা !

আনিস চলে গেল- তোমরা তো চিনতে- নামও শুনেছিলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরেরকাগজে, 
যদিওবা আজকাল আর তেমন কেউ বলেনা-
কিন্তু জনতা- ও-জনতা- শেষ পর্যন্ত কী হলো তার ?  
সব ভুলে গেলে বেমালুম- বাহঃ - বাহঃ রে দুনিয়া !
আনিসদা, তোমার সাথে স্বপ্নদীপ, ফৈজাল আহমেদের দেখা হয়েছে ?
ওদের তো পাঠিয়ে দিলো তোমার মতো করে- সাজিয়ে- গুছিয়ে-
তোমার কাছে !
না পসন্দ কথা লেখা বা বলা যাবেনা- 
প্রতিবাদ করা যাবেনা- ;
প্রতিকূলতার বিরুদ্ধে এগোলেই আনিস ফৈজাল আহমেদ স্বপ্নদীপ হারিয়ে যাবে- নিভে যাবে- এটাই এখন দস্তুর,
তুমি তো সবই বোঝ- যার জন্যই তো তোমাকে.....!
জানো তো সেই একই ছবি চলছে এখনো- এখানে- যেমনটা হয়েছিলো তোমার সাথে রাতের বেলায়- আলোয় খেলায় ;
এখন তো আবার 5-G. AMB-420 মেগা পিক্সেল ক্যামেরায় চলছে দড়ি টানাটানি দোষ-আরোপ পর্ব !
যেমনটা হয় আর-কী ;
তারপর আস্তে আস্তে "তারিখ পে তারিখ" -"তারিখ পে তারিখ" চলতে চলতে সব ফাইল ক্লান্ত হয়ে টেবিলে শুয়ে পরবে- ঘুমিয়ে পরবে-!
দিনের বেলায় রাতের কারবারিরা-
মিথ্যার PHD করা হোতা, ছাতা, হুনুরা বড়বড় বুলি আওড়াবে- ! 

বারুদের পাহাড়ে মৃত আগ্নেয়গিরি জেগে উঠেছে ;
অনর্গল অগ্নুৎপাতে খড়কুটোর মতো সব ছিন্নভিন্ন হয়ে ছিটকে পরছে-, 
সঙ্গে বীভৎস আওয়াজ ! 
দ্বন্দ্বে ভঙ্গ বুদ্ধিজীবী বিদ্বজ্জন ! 
অথর্ব পঙ্গু জনগণ ভিক্ষা-পাত্র হাতে লাইনে-
ফেলফেল করে সময় গোণে !
অপেক্ষারত সবাই- প্রতীক্ষায় তাই- ;
দেখা হবে খুব শীঘ্রই বন্ধু- বিদায়- ।

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল