Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

অণুগল্প ।। অপসংস্কৃতি ।। তীর্থ মণ্ডল

 

 

অপসংস্কৃতি  

তীর্থ মণ্ডল

 

 

চন্ডীমন্ডপে হাবল খুড়ো খুব চিৎকার চেঁচামেচি করছে দেখে পাড়ার সবাই দিকেই দৌড়াচ্ছে। কিন্তু সবার একটাই প্রশ্ন খুড়ো কেন চেঁচাচ্ছেন? হাবল খুড়ো সহজে রাগেনা,একবার রেগে গেলে থামানো খুব মুশকিল। মালতী কাকিমা খুড়োর অর্ধাঙ্গিনী। খুড়োকে প্রশ্ন করল," তুমি কেন চেঁচাচ্ছ?"খুড়ো উত্তর দিল, "গ্রামে সব পাষন্ডর দল,বোধ বুদ্ধি নেই ধর্ম জ্ঞান নেই, কাল রাতে মন্দিরের ভেতর মদ গিলছিল। "

আশুতোষ,ভৈরব,আর নন্দের তিন ছোঁড়ারা মিলে গত রাতে এই মন্দিরের ভেতর মদ গিলছিল,আমি রাত্রে খাবার পর পাইচারি করতে বেরিয়ে দেখলাম। রাত্রে কিছু বলিনি,সকালের অপেক্ষায় ছিলাম।"

হাবল খুড়োর সাথে বঙ্কিম জ্যাঠামশাই বলতে শুরু করল,"আজকাল ধর্মের নামে শুধুই প্রহসন হচ্ছে, প্রহর কীর্তন শেষের দিন, কোন পুজো পার্বনের রাতে ডিজে বাজিয়ে অর্কেষ্ট্রার নামে মাতাল ড্যান্স,মেয়েদের অর্ধ নগ্ন শরীর দেখিয়ে নাচ-গান,এগুলো শুধুই অপসংস্কৃতি ছাড়া কিছু নয়।" হাবল খুড়ো খুব জোরে জোরে বললো," বুঝলি বঙ্কিম সমাজে শুধুই অধর্ম চলছে। ঘোর কলিযুগ।"

এবার এনাদের সাথে দিননাথ খুড়োও যোগ দিলো," বুঝলে হাবল দা এখনকার ছেলে পিলে গুলোকে বলে কোন লাভ নেই , দেখনে অনেক শিক্ষিত,শিক্ষিতা কলেজের পড়া শেষ করে দিয়েছে ঠিকই। কিন্তু সুশিক্ষিত হয় নি, শুধুই পুঁথিগত শিক্ষা। ভেতরে জ্ঞান গম্য এতটুকু নেই। নামেই মানুষ কাজে নয়।" বঙ্কিম জ্যাঠামশাই একটু দীর্ঘ নিশ্বাস নিয়ে বললো, " ঠিকই বলেছো দাদা ,এই তো কয়েক দিন আগে শ্মশানে পাড়ার হরিহরের বৌকে দাহ করতে গিয়ে যা দেখলাম তাতে নিজেকেই ঘৃণা লাগছিল। আমাদের হাঁটুর বয়সী ছেলে গুলো আমাদেরই সামনেই মদ,সিগারেট খাচ্ছে। এই তো এখনকার কালচার। অথচ তাদের কেউ কেউ কলেজের গণ্ডি পার করেছে। বুঝলি বঙ্কিম আমাদের সময় সরস্বতীর পুজোয় সরস্বতী বন্দনা,রবীন্দ্রসংগীত চর্চা হত, মনসা পুজোয় মনসা মঙ্গল গান হত, আর এখন ওসবের বালাই নেই ,ডিজে বাজিয়ে অর্ধনগ্ন নাচ গান হচ্ছে, যা আমাদের বড়োদের কাছে  লজ্জা। আর এখনকার ছেলে পিলে গুলো পুজো পার্বনে মদ গিলে নৃত্য করছে। যতসব অপসংস্কৃতি ছাড়া আর কিছু নয়।

কীর্তন গানের আসরে লোকজন হয় না,আবার সন্ধ্যায় গৌরমন্ডলি আসরে লোকের জায়গা হয় না। গোউরমন্ডলীর দলগুলোও হয়েছে তেমনি, নিত্যানন্দ,গৌরাঙ্গ ভাব ধারা ছেড়ে কলির ভাবে আসক্ত।" দিননাথ খুড়ো দুঃখের সাথে উত্তর দিল,  "সবই কলির প্রভাব বুঝলি। আগের মত মানুষের সাথে মানুষের মেল ভাব নেই। একসাথে বৈঠক খানায় সুখ দুঃখের আলোচনা হয় না, সবাই এখন উচ্চশিক্ষিত,তাই মোবাইল ফোনেই  ডুবে থাকে। কেউ কারো সাথে নিজের মতো করে মেশে না কারো বিপদে ঝাঁপিয়ে পরে না ধর্মকর্মে কারো মন নেই ,শুধুই চারদিকে অপসংস্কৃতিতে ভরে গেছে।হায় ভগবান!"





নামঃ-তীর্থ মণ্ডল

গ্রাম-ফতেপুর

পোঃ-চুড়র

থানাঃ-খয়রাষোল

জেলাঃ-বীরভূম

রাজ্যঃ-পশ্চিমবঙ্গ

পিনঃ-৭৩১১৩৩






মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩