Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা || নীল কাগজের ফুলে গড়া মানুষ ।। অভিজিৎ হালদার



 

নীল কাগজের ফুলে গড়া মানুষ

অভিজিৎ হালদার



এখন তারাদের যন্ত্রণা ছোটাছুটি
মাঝ-রাত্রিরে স্বপ্নেরা বিক্রি হয় ঘুমের কাছে অতিসাবধানে আরো ব্যস্ততা বেড়ে যায় পৃথিবীর নীল কাগজের ফুলে গড়া মানুষ হাজির হয় হৃদয়ের ভিতর চেতনার প্রলেপ জাগে 
কোনো দাগ নেই জড়তা শান্ত ; কোনো আঘাত নেই একতা
গাছের শিকড়ে টান পড়ে সমস্ত ফুল ঝরে যায়
কুড়ানোর কেউ থাকে না ! নিঃসঙ্গ নীরবতা বিরাজ করে
হাতের উপর পুড়ে যায় কয়েকটি ব্যস্ততম শহর
তবুও স্বপ্নের মানুষেরা চিরঘুমে আচ্ছন্ন।

এখন মেঘেদের চলে যাওয়া
মানুষদের কাঁদায় , স্বপ্ন মিথ্যা হয়
মানুষ হারিয়ে যায় - নীল কাগজের ফুলে গড়া মানুষ হাজির হয়
হৃদয়ের ভিতর ভয়ের আতঙ্ক জাগে
কোনো পথ নেই মানুষকে আগলে রাখবার
পৃথিবীর এখন আলিঙ্গন করে শত্রুপক্ষের
কলঙ্ক তৈরী হয় লিখিত ভাবে ; বিচার থাকে না।
ঘুণ ধরা সমাজে ভালোবাসার অর্থ বলা মহাপাপ
আমরা মিথ্যা প্রতিশ্রুতিতে পথ চলি
যেন পুরোটাই নীল কাগজের ফুলে গড়া মানুষ
আঘাত পেলেও অভিযোগ থাকে না সত্যের বিরুদ্ধে !!
আমাদের মুখ বন্ধ অজস্র যুগ ধরে।



নীল কাগজের ফুলে গড়া মানুষ আমরা
বেদনা থাকে না ; প্রতিশোধের কথা থাকে না
সমস্ত ধরনের মিটিং মিছিল আন্দোলন পিকেটিং থেকে ধর্মঘট করেছি 
হাতের ওপর হাত রেখে দিনের হিসেব রাখি 
শুরু থেকে শেষ পর্যন্ত।
শরীরের তেজের রক্ত বাষ্প হয়ে উড়ে যায় 
কোনো ঠিকঠিকানা থাকে না ! যেন যাযাবরের জীবন আমাদের 
দাবানলের আগুন আমাদের প্রিয় বসত-ভূমি‌।



কীটপতঙ্গদের বিষাক্ত চোখে আমরা গ্রেপ্তার হয়েছি 
পৃথিবীতে নাগরিকের মর্যাদা পায়নি আমরা কোনো হৃদ্যতা নেই প্রীতির ভাষায় 
আমরা নীল কাগজের ফুলে গড়া মানুষ 
যার কোনো আনন্দ উপলব্ধি প্রেরণা থাকে না শুধু ক্ষীণ তুচ্ছ জড়তা ইত্যাদিই জীবন আমাদের।
হৃদপিন্ডের ভিতর মুক্তিলাভের বিদ্রোহ ঘটে না কেননা আমরা অজস্র যুগ ধরে পৃথিবীর চোখে মৃত।।




Name -Abhijit Halder
C/O- Kartick Halder
Village - Mobarockpur
Post - Fatepur
P.S- Hanskhali
District - Nadia
Pin- 741507
West Bengal
India

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩