কবিতা ।। একা এবং একা ।। পলাশ পোড়েল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। একা এবং একা ।। পলাশ পোড়েল

একা এবং একা

পলাশ পোড়েল


কিছু কথামালা জীবনের বাঁকে ঠিকানাহীন চিঠি
যেভাবে আছি যতক্ষণ অভিমান স্বপ্ন পরিপাটি
উপলব্ধি নিয়ে কথা-বলা জীবন নদীর বহতা
ভেঙে যাও বৃষ্টির সুখে ভেসে ভেসে মৌনমুখরতা।
এই খড়কুটো যুদ্ধ রসদ এই চুপচাপ পাড়াপড়শি
নীল জলে মিশে থাকে একা টোপ গেলা বড়শি
কোলাহলে নয় কলরবে নয় যে যার মতন খেলা
একলা-আকাশ একলা- ভূগোল একলা- একলা ।
দূরত্ব বাড়ে হিসাব হয় অমিল অমিল সব চুপচাপ
অজানা স্পর্শ তোমার ওম্ কবোষ্ণ উত্তাপ
এই যদি মেঘ সজল সজল নয়ন ছুঁয়ে অন্যকোলে
একাই ভাসি, স্বপ্ন ভাসাই, পুরনো ক্ষত মুছব বলে।

 ==============

  

কুলডাঙা পাঁচলা হাওড়া- ৭১১৩০২

No comments:

Post a Comment