কবিতা ।। শব্দব্রহ্ম ছুঁয়ে আছি ।। ভুবনেশ্বর মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। শব্দব্রহ্ম ছুঁয়ে আছি ।। ভুবনেশ্বর মন্ডল

 

শব্দব্রহ্ম ছুঁয়ে আছি

ভুবনেশ্বর মন্ডল


এই যে সরে যাচ্ছি তোমার থেকে
পেতেছি সংসার কবিতার সাথে
তুমি তাই দুঃখ পুকুরে করছো স্নান
ফুল আর চন্দনে সারো ঠাকুর প্রণাম
রোজ পড়ো "কথামৃত" কান্নার জলে
আর আমি রাত জাগি কবিতার আড়ালে
প্রায়ই রেগে যাও বন্ধ করো কথা
চায়ের কাপ হাতে দাঁড়াও পাশে
কেড়ে নাও কবিতার খাতা
রোজ রোজ এমনি হয় ভালবাসা কথকতা ।
হাতের ব্যথায় ভুগছো কতদিন
ফিজিওথেরাপিতে কিছু কি হলো?
বোলতা কামড়ালো ডান হাতে এই তো সেদিন
হনহন করে জ্বর এলো
তবুও তো প্রেম রেঁধে দাও ভাত
তাই রাগী শব্দগুলো এত ভালোবাসি
মনে হয় শব্দব্রহ্মকে ছুঁয়ে আছি ।

_______________________

ভুবনেশ্বর মন্ডল
সাঁইথিয়া লেবু বাগান
পোস্ট সাঁইথিয়া
জেলা বীরভূম
পিন নাম্বার ৭৩১২৩৪



 

No comments:

Post a Comment