কবিতা ।। একুশের কিশোরী ।। রিপন সিংহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। একুশের কিশোরী ।। রিপন সিংহ

একুশের কিশোরী

রিপন সিংহ 


গভীর রাতে শ্রাবণের মেঘ প্রতিদিন ডাকে,
সাগরের ঢেউ আমাকে নিয়ে আহ্বান করে;
   কেন?---
কারণ সেই একুশ বছরের কিশোরী এসে গেছে।
তবে সেই একুশ বহু বছর আগের
মানুষ বদলে যায়,
পৃথিবীর রঙ বদলে যায়;
কিন্তু আজও এই একুশ বছরে।

কিন্তু সমালোচনায় ভরা এই শহরের লোক,
    কত লোক ---
    কেনই বা !
যে জেলে প্রতিদিন ফিরে আসে
হয়তো সে একদিন দিশা হারাবে।
পৃথিবী শুধু পৃথিবীরই জন্য,
কেউ বা কারুর জন্য নয়
যে পথে এসেছি ---
ফিরে যাবো অন্য এক পথে
শুধু মাঝপথে একটু অভিনয়।

এসেছি একা,
কিন্তু ফিরে যাবো কতকিছু নিয়ে,
হয়তো কোন এক রাত;
সেই একুশের কিশোরীর সাথে।
 
 ================
 
নাম:- রিপন সিংহ
ঠিকানা:- বিশালগড় , ঢাকাবাড়ী

 

No comments:

Post a Comment