কবিতা ।। আয় গিরি নন্দিনী ।। স্বাতী রায় চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। আয় গিরি নন্দিনী ।। স্বাতী রায় চৌধুরী

আয় গিরি নন্দিনী

স্বাতী রায় চৌধুরী

 
আসছেন গিরিরাজ নন্দিনী
আর তো মাত্র কটা দিন বাকি
ঘাসে ঘাসে শিশির, কাশে ভরা মাঠ, জমজমাটি হাট;
ঐ ভাঙা ঘর,ঐ ছেঁড়া কাঁথা, রাস্তার ধুলো আর ঐ হা-হন্ন মানুষগুলো
সবাই জানে তিনি আসছেন।
মন্ডপে মন্ডপে আলোর রোশনাই......
থিমে থিমে প্রতিযোগিতা......
বাতাসে ভাতের গন্ধ, কতদিন পরে পেটভরে ভাত!
তিনি আসছেন।
হেরিটেজের মা,কার্নিভালের মা,
জগৎ জননী গিরিরাজ নন্দিনী আসছেন।
ওদের ভাঙা ঘরে নতুন খড়ের চাল;
বস্তিতে বস্তিতে বাবুদের আনাগোনা;
নতুন জামা,প্যান্ট,শাড়ি,আরো কত কত উপহার;
ওরা ভুলে যায় ওদের টানাটানির সংসার
চারিদিকে শুধু হাসিমুখের সেলফি
আর ক্যামেরার আলোর ঝলকানি
ওরা দুই হাত কপালে ঠেকিয়ে বলে;
"আয় মা গিরি নন্দিনী,দুটো দিন তো নিশ্চিন্তে বাঁচি;
এখন যে কেবল মরে বেঁচে আছি"।।
 
 
 
 
স্বাতী রায় চৌধুরী
কবিগুরু সরণী, সিটি সেন্টার
দুর্গাপুর – ৭১৩২১৬,




No comments:

Post a Comment