কবিতা ।। ইচ্ছে কথা ।। গৌতম সমাজদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। ইচ্ছে কথা ।। গৌতম সমাজদার

 

ইচ্ছে কথা

গৌতম সমাজদার

 
তোমাকে দেখলেই ইচ্ছে করে,
হাত ধরে অরণ্যে হারিয়ে যাই।
মনে হয় ছাপোষা সংসার তোমার জন্য নয়!
শুধুই তোমাকে নিয়ে ঘুরে বেড়াই,
কোনো গ্রামের মেঠো পথে--
সহসা জমিতে আল ভেঙ্গে--
সবুজ ধান ক্ষেতের শীষে!
আমার নিঃশ্বাস  থাকুক তোমার প্রশ্বাসের সঙ্গে।
নির্জন নদী তীরে দুজনে পাশাপাশি,
তোমার কোলে মাথা রেখে,
তপ্ত দুপুরেও শান্ত থেকে--
নদী আর গাছের কথা শুনি তোমার চোখে।
তোমার চোখে নদীর দুষ্টুমির ঢেউ,
আছড়ে পড়ুক পাড়ে!
নদীর ঢেউ চায় তীরে মিশতে,
আমার সমস্ত ভালোবাসা দিলাম তোমারে।
আমার ভালোবাসা নেওয়ার মতো
জায়গা নেই হৃদয়ে তব,
তবুও সারা জীবন তোমাকে
আমার ভালোবাসার  কথা কবো।
মৃত্যুহীন ভালোবাসা রসদ বাঁচার,
অসম্পূর্ণ হলেও পূর্ণতায় থাকবে নজর,
অদেয় এমন কিছু ই নেই।


Goutam Samajder , 22/86 Raja Manindra Road , kol 37

No comments:

Post a Comment