কবিতা ।। ধর্ম হাওয়ার অপেক্ষায় ।। বনশ্রী রায় দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। ধর্ম হাওয়ার অপেক্ষায় ।। বনশ্রী রায় দাস

ধর্ম হাওয়ার অপেক্ষায় 

বনশ্রী রায় দাস

ছায়া নিবিড় সম্পর্ক পথে হাঁটতে চেয়েছি 
বুকের ওপর ফুটে উঠেছে হৃদি-ফুল
ওম্ মেখে নদীর শান্ত গতির প্রজাপতি ,
মধুচোর সমস্ত ছলনা রেখে যায় ঝড়ের ডানায়
খন্ড খন্ড রোদ এসে পোড়ায় সর্বস্ব।
অঙ্গরাগের চিকন ঢেউয়ে আঙুল বুলিয়ে 
তুমি জাগিয়ে তুলতে লজ্জাবতী- - -
কম্পনের নিশিতে ডাকা ঘোরের ঘর  
বাইরে অমাবস্যার ডুবোজাহাজ   
রক্তের ভেতর ভয় ছুঁয়ে দ্যায় ঐন্দ্রজালিক ।

এখনও পুনর্বাসন পড়ে নিচ্ছি 
অস্থিরতার সাঁকোয় মলম লাগিয়ে 
অক্ষরেরা সেখানে লেগে তারাভরা আঁচলে।

হাজার বছরের ধর্মের কলে মরচে ধরেছে 
অর্জুন গাছের পাতায় অপেক্ষা সাজিয়েছি 
যদি আসে একঝলক ধর্মপুত্র হাওয়া ।

           

No comments:

Post a Comment