দুটি কবিতা ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

দুটি কবিতা ।। বদরুল বোরহান

 

দুটি কবিতা ।। বদরুল বোরহান 

 

এসব আমার হয় না

 

তেলবাজি আর পল্টিবাজি

আমার এসব হয় না,

ধান্দাবাজি, মোসাহেবি

আমার মোটেই সয় না।

 

কারো বিশেষ জন্মদিনে

মোটেই আমি যাই না,

মিছেমিছি হাত তালি আর

দাঁতগুলো কেলাই না।

 

আমার সঙ্গে এসবকিছু 

এক্কেবারেই যায় না,

তাই তো সবাই হর-হামেশা

আমার দেখা পায় না।

 

তাতে আমার এবং কারও

কিছুই আসে যায় না,

আমি কারও খাই-পরি না

আমারও কেউ খায় না।

 

মিথ্যে অহমিকা

আমার জায়গায় আমি আছি
তোমার জায়গায় তুমি,
আমার দুপা মাটির সাথে 
কিন্তু তোমার পা দুটো আর 
পায় না নাগাল ভূমি।

উড়ছো তুমি  মহানন্দে
কোথায় পেলে পাখা?
তুমি তো নও পাখি এবং 
এই মাটিতে পা রেখে তাই
তোমার বেঁচে থাকা। 

মানুষ তুমি ফানুস হয়ে
খুঁজছো মরিচিকা,
সকল কিছুর মূলে তোমার 
মিথ্যে অহমিকা! 
 
          ---------------
 

 
বদরুল বোরহান
জাপান গার্ডেন সিটি 
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ 


No comments:

Post a Comment