কবিতা ।। বিধু ।। বারিদ বরণ ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। বিধু ।। বারিদ বরণ ভট্টাচার্য্য

বিধু

বারিদ বরণ ভট্টাচার্য্য


বিকাল হলেই গাঁয়ের মাঠে সবাই যখন খেলে
বিধু তখন উদাস মনে চোখের জলটি ফেলে !
সেই খেলাটাই বুকের মাঝে লুকিয়ে রাখে বিধু
পুতুলগুলো গড়া হলেই খেলবে তখন শুধু।

এইতো বাপু, ভূবন ডাঙায় পোষ পরবের মেলা
সেই মেলাতেই মাটির পুতুল বেচবে সারা বেলা।
ঘুড়ি লাটাই কিনে দেবে, বেচা কেনা হলে-
মা বলেছে, বিধুবাবু আমার সোনা ছেলে।

ভাঙলো সাধের পোষের মেলা, ভাঙলো সবে হাট
দু-চোখে তার স্বপ্ন আঁকা...,  ফুঁসছে পুবের মাঠ !
বুকের মধ্যে লুকিয়ে মাণিক, বাইছে নাওয়ের দাঁড়
ভাঙছে আকাশ ভাঙছে বাতাস, আর পারে না আর!

ছিটকে গেল বুকের মাণিক, বাবার পাঁজর হতে..
মুহূর্তে হায় তলিয়ে গেল, ভরা নদীর স্রোতে !
হন্যে হয়ে অনেক খুঁজেও তল পেল না হায়...
পাষানী এক কাঁদছে একা, আয় রে বিধু আয়..!


                    ---ঃ --- ঃ---

BARID BARAN BHATTACHARYYA
VILL- NOARAH, P.O- BOHARKULI,
P.S- KALNA, DIST- PURBA BARDHAMAN,
PIN CODE- 712146,
















 

No comments:

Post a Comment