ছড়া ।। ব্যাপক বিস্তার তার ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

ছড়া ।। ব্যাপক বিস্তার তার ।। আনন্দ বক্সী

ব্যাপক বিস্তার তার

আনন্দ বক্সী


মা শব্দটা ছোটো হলেও 
ব্যাপক বিস্তার তার 
ছেলেমেয়ের জীবনে মা 
যেন আসল সার। 

মায়ের স্নেহ-মায়ার মাঝে 
সন্তান বড়ো হয় 
মায়ের হাতটা থাকলে মাথায় 
দূরে সকল ভয়।

মন ভালো হয় দেখলে মায়ের 
স্নিগ্ধ-শান্ত রূপ 
ছেলেমেয়ের কাছে সদা 
মা জীবনের ধুপ। 

সন্তান তাঁকে দিক না যতই 
কষ্ট এবং দুখ 
সন্তানের সুখ দেখলে মায়ের 
ভরে ওঠে বুক।

মায়ের সেবা করলে সন্তান 
হয় কি বলো দীন?
শোধ করা যায় কখনও কি 
মায়ের দুধের ঋণ? 

===============

 
 আনন্দ বক্সী
দক্ষিণ ২৪ পরগনা
 

No comments:

Post a Comment