কবিতা ।। ছায়ামূর্তি ।। বাসুদেব সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। ছায়ামূর্তি ।। বাসুদেব সরকার

 

ছায়ামূর্তি 

বাসুদেব সরকার 


দেরি করেই ফিরছি বাড়ি কোনো গভীর রাতে, 
একা ছিলাম ছিল না কেউ সাথী আমার সাথে।
অমাবস্যা রাত যে ছিল খুব আঁধার কালো, 
চারিদিকে তো অন্ধকার লেশ ছিল না আলো। 

নদীর পাড়ে চলছি আমি লাগছে বায়ু গায়ে, 
দূর সুদূরে নদীর বুকে একটু আলো নায়ে। 
হাঁটছি আমি হঠাৎ করে থমকে যাই ভয়ে, 
ঘুরছে মাথা দৃশ্য দেখে গেলাম বোকা হয়ে। 

দেখছি আমি নদীর পাড়ে বাঁশঝাড়ের পাশে, 
ছায়ায় মতো কী যেন ওই দাঁত কেলিয়ে হাসে। 
কী করি আর মরছি ভয়ে পেছন ফিরে দেখি,
আমার সাথে আসছে পিছে ছায়ামূর্তি একী!

ভয়ে আমার গলা শুকায় ঝরে গায়ের ঘাম,
জোরসে জোরে নিচ্ছি শুধু মহান রাম নাম। 
কোথায় যাবো ভেবে না পাই বন্ধ করি চোখ, 
ছায়ামূর্তি আমার থেকে বিদায় দ্রুত হোক। 



 
বাসুদেব সরকার, পেশা: শিক্ষক 
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ। 

No comments:

Post a Comment