কবিতা ।। স্বপ্নের দেশ ।। ইমতিয়াজ কবির - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। স্বপ্নের দেশ ।। ইমতিয়াজ কবির

 

স্বপ্নের দেশ

ইমতিয়াজ কবির

 
কান পাতলে আজো শুনতে পাই
নীলকুঠির করুন আর্তনাদ
ভেসে ওঠে চোখের সামনে
পরাধীনতার শেকলে বাঁধা
খাঁচা বন্দী নীল আকাশ!
কত প্রাণ কত মান-- 
হয়েছে দুয়োর বলিদান!
স্বাধীনতার গ্লানি মাখা রাত
খোঁজে হেমন্তের শিশির ভেজা
শান্ত স্বাধীন সকাল ।
অভিমান তবুও হৃদয়ে আজো
শতছিন্ন সম্পর্কগুলো প্রশ্নে বিভোর।
মন তবু চাই বারবার
চল যাই উল্লাসের দেশে
শান্তি যেখানে হৃদয়ে মিশে।
শরতের শিউলির মতো স্নিগ্ধ মানবিকতা - 
বন বাদাড়ের সবুজে প্রাণের স্পন্দন;
অনাবিল আনন্দ সখা নৃত্য করে।
হারায় আমিত্ব আমার - তোমার
আমরা- আমাদের বলিষ্ঠ বেশে!
মিলনের সুরে ভরা মনুষ্যত্ব
আত্মত্যাগের গরিমা অম্লান বিশ্বাসে।
 
*************************
 
Emtiaz Kabir, Vill-Gangadda,P.S - Sagardighi,P.O- Khairati, Dist-Murshidabad,Pin- 742226,W/B,

No comments:

Post a Comment