ছড়া ।। তাকে ছাড়া ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

ছড়া ।। তাকে ছাড়া ।। বদ্রীনাথ পাল

তাকে ছাড়া

বদ্রীনাথ পাল 


আদর্শ- নারী যদি কেউবা থেকে থাকে -
সে আদর্শ নারী বলি শুধু আমার মাকে। 
মানুষ হবার মন্ত্র আমি পেয়েছি যে তাঁর কাছে,
বলে ছিলেন "সব শক্তি সত্যটিরই আছে"।

শিশুকালেই তারার দেশে চলে গেছেন পিতা-
জানা আমার হয়নি যে তাই বাবার স্নেহ কি, তা ?
সে অভাবটি পূরণ আমার করেছিলেন মা যে-
বাবার অভাব টের পাইনি তাইতো কোনোও কাজে।

দিন আনা দিন খাওয়ার ভাঙা ফুটো এ সংসারে 
লড়াই কেমন করতে যে হয় দেখেছি যে তারে।
মলিন কভু হয়নি তবু মিষ্টি মুখের হাসি
বলতেন "কি লাভ হবে রে হয়ে কাশীবাসী ?"

বারেবারেই বলতেন মা আমায় কাছে ডেকে 
"মিথ্যে কথার জাল বুনিস না সত্য চেপে রেখে।
লোভের বশে মান সম্মান দিবি নাকো জলে,
কাড়বি না রে পরের জিনিস ছলে বা কৌশলে।

লোক ঠকানো ছিল না তার কক্ষনো যে ধাতে
পরের জিনিস ভুলেও তিনি ছুঁলেন নাতো হাতে।
তাইতো তিনি আমার কাছে আদর্শ এক নারী -
তাঁকে ছাড়া একথা কি অন্যে বলতে পারি ?
----------------------------
বদ্রীনাথ পাল 
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া।



No comments:

Post a Comment