কবিতা।। নারী ।। সমর আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

কবিতা।। নারী ।। সমর আচার্য্য


   নারী 

 সমর আচার্য্য


কে করেছে নারী কে অবহেলা, পুরুষ না নারী?
ঘরে ঘরে তো দেখি নারীরাই করে নারীদের অপমান
স্বামী শ্বশুরের চেয়ে শাশুড়ি ননদই করে যত অসম্মান।
পুরুষ তাকে করেছে  লাঞ্ছিতা, আবার তুলেছে মাথায়
মা বোন বধূ রূপে তাকে দিয়েছে মান, রেখেছে প্রেম গাথায়।
দশ মাস দশ দিন যার গর্ভে থেকে হলাম ধরণীতে ভুমিষ্ট
সেই নারী যে আমার জন্মদাত্রী মা, সেই নারীই যে আমার ইষ্ট
নারী আর নরের সম অবদান জীবন সৃষ্টির খেলায়
এক জন ছাড়া অপরের জীবন পড়ে রয় অবহেলায়।
পুরুষ আর নারী হাতে হাত ধরে, চলবে অবহেলে ঝড় ঝঞ্ঝা তুফান
একে অপরে করবে শ্রদ্ধা , দেবে যার যার সম্মান।
ওগো মা, ভগ্নী, বধূ আছো যত ঘরে ঘরে
নিজেদের না ভেবে অবলা,দাঁড়াও একে অপরের তরে
নারী হয়ে নারীর অপমান করো না স্বার্থের বশে।
পুরুষ যদি অন্যায় করে রুখে দাঁড়াও ঘরে ঘরে
শাশুড়ি ননদ হয়ে রেখো না গৃহবধূকে পর করে।

দৈহিক কারণেই হয়তো আদিকাল থেকে পুরুষ ধরেছে হাল
নারীও তো তার সঙ্গে থেকে জুগিয়েছে মনোবল
তবে কেন নারী হবে অবলা অথবা পরের অধীন
নারীই তো পুরুষের প্রেরণা দাত্রী হয়ে আছে চিরদিন।
নারীকে ভেবে অবলা,অসহায় ,ক'রো না তার মান খর্ব
নারী মা,নারী বোন, নারী বধূ, নারীই যে আমাদের গর্ব।

=================

সমর আচার্য্য , রায়গঞ্জ, উত্তর দিনাজপুর 

       

No comments:

Post a Comment