কবিতা ।। নারী ।। আশীষ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

কবিতা ।। নারী ।। আশীষ কুমার চক্রবর্তী

নারী

আশীষ কুমার চক্রবর্তী


সৃষ্টিকর্তার হাতে বোনা আমরা পুরুষ, নারী 
মানব জনম ধন্য মোদের এ রঙ্গমঞ্চে আসি।
রঙ্গমঞ্চের এই নাটকে কেউ বা নারী ,পুরুষ সেজে
ক্ষণিকের তরে অভিনয় করে চলে যায় সাজ সজ্জা ত্যজে।

আমার চোখে নারী,পুরুষে কোন ভেদাভেদ নেই
মানবতা,মনুষ্যত্ব খুঁজি আমি মানুষের মাঝেই।
তাজমহলের প্রতি পাথরে মমতাজ নারী আছে অন্তরে
বিশ্ব বিখ্যাত স্থাপত্যে প্রেমিক কবির দান
সৃষ্টিতে তিনি অমর আজো সম্রাট শাজাহান। 
জগত কল্যাণে যা কিছু মহান 
নর ও নারীর আছে অবদান। 
পৃথিবীর যত স্বাধীনতা, বড় জয় অভিযান
পুরুষ নারী উভয়ে মিলে হয়েছে বলীয়ান।
সকল ক্ষেত্রে নারী-পুরুষের ন্যায্য সমান অধিকার 
নারীর প্রাপ্য,সম্মান, দাবীর মর্যাদা দেওয়া দরকার। 
"নারী" মানে মনে পড়ে আমার "জননী"মা কে,
নয়ন সমুখে দেখি জননীকে"ভারতমাতা"র বেশে।
নিঃস্বার্থপরতা,শিক্ষা মাতৃভাবের আদর্শে
ভারতের নারী দেখিয়েছে দিশা সনাতন ধর্ম পথে।
রাষ্ট্রের অগ্রগতি জানার মূল উপাদান 
সেই দেশের নারী স্বাধীনতা,নারীর অবস্থান।

আমাদের দেশের নারীরা অতি পবিত্র বটে
পুরুষেরা সম্মান করে নারীর পবিত্রতাকে।
জ্ঞানের লক্ষ্মী,গানের লক্ষ্মী,শস্য লক্ষ্মী নারী
তুমি প্রকৃতি,তুমি বসুন্ধরা,তুমি জগৎজননী।
নারী,পুরুষ মিলে একসাথে নব বিশ্ব রচিব আমরা
নব আলোকে দেখাবে দিশা আলোর ঝর্ণাধারা।

================

Ashis kumar chakraborty Advocate 16,Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75 

No comments:

Post a Comment