গদ্য কবিতা ।। মেয়েটা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

গদ্য কবিতা ।। মেয়েটা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ)

মেয়েটা

অঞ্জনা গোড়িয়া (সাউ)


মেয়েটা ভালো হতে চেয়েছিল। 
মেয়েটা স্বপ্ন দেখে ছিল,
মেয়েটা ভাবতে শিখেছিল। 
মেয়েটা কিছু করতে চেয়ে ছিল। 
মেয়েটা বাঁচতে চেয়ে ছিল,
মানুষের সেবা করতে চেয়ে ছিল ।
মেয়েটা শতশত পুরুষের মাঝে 
মাথা উঁচু করে লড়তে চেয়ে ছিল।
তবু মেয়েটা কেন হেরে গেল?
কতগুলো নোংরা হাত তাকে ভালো  হতে দিল না। 
মেয়েটার স্বপ্নগুলোকে ভেঙে মুচড়ে দিল।
মেয়েটার দিকে এগিয়ে আসছে  অসংখ্য  বিষধর সাপ।  
না না হেরে গেলে হবে না। 
রুখে দাঁড়াতে হবে। 
একা মেয়েটা, বড্ড একা। 
তবু সে লড়তে চেয়েছিল।
তবু সে কষ্ট ভুলে জিততে চেয়েছিল।
তবু-মেয়েটা কেন হেরে গেল?
এ হার মেয়েটার একার নয়।
এলজ্জা মেয়েটার একার নয়। 
মেয়েটা আর পাবে না  ভয়।
সে জিতবে,করবেই জয়।
মেয়েটা আর কাঁদবে না 
মেয়েটা লড়বে নিজের জন্য।
লড়তেই হবে আর সবার জন্য। 
হোক সে  বড়ো ক্লান্ত। 
হোক সে একা-
তবু মেয়েটা লড়বে।
এগিয়ে যাবে সূর্যালোকের দিকে।
আগামী ভবিষ্যৎ অপেক্ষায়। 
----------- 

No comments:

Post a Comment