-কবিতা ।। "আমরা স্বাধীন"।। রাফেল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

-কবিতা ।। "আমরা স্বাধীন"।। রাফেল ইসলাম

আমরা স্বাধীন 

রাফেল ইসলাম


নারী হয়ে লড়তে পারি
নেই'তো কোন ভয়, 
শিক্ষিত হয়ে ভবিষ্যৎ গড়ে
করি কর্মক্ষেত্রে জয়। 

বাপের বাড়িতে লক্ষী আমি 
আদরে যত্নে রাজরানী, 
মস্তক তুলে সংসার সামলে
স্বামীর ঘরে অর্ধাঙ্গিনী। 

কেমনে চলে এ জগৎ-সংসার... 
আমরা ছাড়া সবই-অন্ধকার, 
তাই, আমাদের গর্ভেই নারী পুরুষ 
জন্ম নেয় বারংবার। 

অন্যায় অত্যাচারে এগিয়ে আসি
সর্বত্রই সংহার রুপিনী,
নই অবলা নই দুর্বল 
দুষ্টের দমনে তেজস্বিনী। 

সভ্য সমাজে জেগে উঠি 
বংশের প্রদীপ জ্বালি, 
পুত্র ও কন্যার সমান উন্নতিতে
দিই অসভ্যদের মুখে-কালি।

দুঃখ ভুলে সুখকে খুঁজে 
উল্লাসে বিশ্বে ভাসি, 
আঁধার ঘোচে প্রতিবাদের বাণীতে
আমরা স্বাধীনভাবে হাসি।। 

----------------
         
   
নাম-রাফেল ইসলাম। 
গ্রাম-বাগান বেড়িয়া(বিড়লাপুর)।
পোস্ট-চককাশিপুর। 
থানা-নোদাখালি। 
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা। 
পিন নম্বর-৭৪৩৩১৮.









No comments:

Post a Comment