কবিতা ।। নারী ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

কবিতা ।। নারী ।। জীবন সরখেল

নারী

জীবন সরখেল

 
সুস্থ সমাজ সভ্যতা সুখ 
শান্তির ভিত গঠনে
নারীই হলেন মধ্যমণি 
নীতির বীজ বপনে..
খেলাধূলা কর্মক্ষেত্রেও 
বিজ্ঞান শিক্ষা দীক্ষায়
নারীই দেখাচ্ছেন পথ আজও 
দেশ পৃথিবীর সেবায়।
সমাজসেবা রাজনীতিতে 
কঠিন কঠোর কর্মে
নারীই ঠিক সুরক্ষা কবচ 
মনুষত্ব ধর্মে...
সন্তান স্নেহে সহিষ্ণুতায়
বা অসুর দমনে
নারীই হলেন অগ্রগামী 
সমৃদ্ধ জীবনে।
_______________
 
  

জীবন সরখেল , গ্রাম -বাড়াভগলদিঘী, পোস্ট -ভগলদিঘী, থানা-জয়পুর, জেলা-বাঁকুড়া, পিন -৭২২১৫৪


No comments:

Post a Comment