কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক


নারী মানে ...

গোবিন্দ মোদক 


নারী মানে   জননী বা গর্ভধারিনী মাতা, 

নারী মানে   বিশ্ব-প্রসবিনী, জগতের ত্রাতা!

নারী মানে   অসুরদলনী, মাতা বিশ্বময়ী, 

নারী মানে   বিশ্ববিধাত্রী, সর্ববিঘ্নজয়ী!

নারী মানে   জননী ছাড়াও ভগিনী বা জায়া, 

নারী মানে   দুহিতা-ও, নিজের মনের ছায়া!

নারী মানে   জননী-জায়া-ভগিনী-দুহিতা, 

নারী মানে   পঞ্চসতী, দ্রৌপদী বা সীতা!

নারী মানে   সর্বংসহা, পালিতা জগদ্ধাত্রী,

নারী মানে   প্রকৃতি সে, ঘোচায় কালরাত্রি! 

নারী মানে   স্নেহময়ী, দরদী দশভূজা,

নারী মানে   অসুর বিনাশী, করো তাঁকে পূজা!

নারী মানে   অর্ধনারীশ্বরের ঈশ্বরী যে তুমি, 

নারী তোমাকে প্রণাম করি, যুক্ত করে নমি!!

========================

গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


No comments:

Post a Comment