কবিতা ।। কাজের মেয়ে : শিবশঙ্কর মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

কবিতা ।। কাজের মেয়ে : শিবশঙ্কর মণ্ডল

 

কাজের মেয়ে

 শিবশঙ্কর মণ্ডল 


কাজের মেয়েটা ঘর মুছছিল
চকচকে মার্বেলের আভিজাত্যের মেঝেয়
ফড়ফড় করে ডান হাতটা ঘোরাচ্ছিল
আর বলছিল ...বৌদিমনি শুনছ
আজ দশটায় কাজ সেরে বাড়ি যাব।
ক'দিন হল কচিটার বড্ড অসুখ,
পাড়ার হাসপাতালের ওষুধে
সারছে নাকো মোটে,কষ্ট পাচ্ছে ভীষণ,
ওর বাবা বলেছে  আগে যেতি,
বাজারে বড় ডাক্তার দেকাবে ।
নিরুত্তর অবকাশের ফাঁকে বলেই ফেলল
দু'শো টাকা নাগবে  দিও গো।

সুসজ্জিত ঘরে জবাবহীন স্তব্ধতা
অরণ্যের রোদনের ন্যায় নিস্ফল আবেদন
রূশ পাউডারের তুলিতে টান
মুখমণ্ডলে সৌন্দর্য ফোটানোর আর্ট
যেন চিত্র শিল্পীর শৈপ্লিক চেতনায়
ভাঁটা পড়বে হ্যাঁ বা না উত্তরে ।

খানিক পরে ঘাড় ঘুরিয়ে ফতেমা দেখল
কেউ নেই ,কাকে শোনাচ্ছিল কথাগুলো,
আসমান ভাঙা মেঘের প্রচণ্ড প্রলয় যেন
আঘাত হানল ওর কচির প্রতি মমতায়,
দৌড়ে গেট পর্যন্ত গিয়ে দেখল,
কালো চার চাকার বাহনটা ছুটছে ।

বাড়ির রাঁধুনি ফুলিমাসি বললে
জানিস বৌদিমনির আজ খুব তাড়া ,
গরম চা-টা কয়েক ঢোক গিলে
জলদি চললেন রবীন্দ্র ভবনে,
আজ বিশ্ব নারী দিবস না কি আছে
প্রধান অতিথির চেয়ারটা ওনার
মোটা ফুলের তোড়া ঝুলবে গলায় ।

শুনে ফতেমার উৎকট হাসি
দু'হাতে শক্ত করে বারান্দার গ্রিল ধরে
নাড়াতে  নাড়াতে মাথা ঠুকছিল
প্রতিবাদের কোনো এক ভাষায় ।।
============

Shibsankar Mondal 
Chakberia Tematha, Kustia,
Sonarpur, 24parganas  South ,
PIN  743330


No comments:

Post a Comment