কবিতা ।। নারী দিবসের উৎসবের মাঝে ।। সুমিতা চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

কবিতা ।। নারী দিবসের উৎসবের মাঝে ।। সুমিতা চৌধুরী

 

নারী দিবসের উৎসবের মাঝে

সুমিতা চৌধুরী


নারী দিবসের সোল্লাস আড়ম্বরের গায়ে
বার বার লাগে কিছু রক্তের দাগ,
ফ্লাশলাইটের আলোতেও ঢাকে না
নিরাবরণ কিছু প্রেতযোনির ছায়া।

নির্ভয়া, অভয়া, তিলোত্তমা, কত-শত নাম ফেরে, 
দিল্লী থেকে সন্দেশখালি থেকে আর জি করের উদলা উঠোনে।
নারীকে "দেবী" সম্ভাষণের ভাষণ
লুটোপুটি খায় রাত-বিরেতের অগুণান আঁচড়ের দাগে।

ডাক্তার, মোক্তার, হিসেব-নিকেশ,
আইন-আদালতের বারোমাস্যা,
পাহাড় প্রমাণ নথির তলায় চাপা পড়ে থাকে
মান হুঁশের সারি সারি কঙ্কাল! 

কবরখানার জায়গা সংকুলান আজ, 
শবদাহের চুল্লি অক্লান্ত পরিসেবায় করছে আর্তনাদ। 
তবু লাশের বিরাম নেই, 
দেবী কালীকেই ভেঁট চড়ানো হয় কোনো কিশোরীর নগ্ন দেহ!

মানবাধিকারের জয়গানের মুখোশ খুলে
হায়নারা হামেশাই হয় কামুক, নারী শরীরের ক্ষুধায়।
সকালের ফর্সা আলোয় দেবী গঙ্গার বুকে ধুয়ে নিয়ে কোনো নারীরই ক্লেদাক্ত রক্ত,
সাদা পাঞ্জাবীতে চড়ায় দলীয় উত্তরীয় আবার কোনো মঞ্চের সাজে।

এভাবেই আসে নারী দিবস সংবৎসর উৎসবের আবহে,
স্লোগানের মালার ঢেড়ে চাপা পড়ে তার অনাবৃত জীর্ণ দেহ।
ফুলের আড়ালের কীটেরা মহাভোজ সারে দিনে-রাতে তারই রক্ত-মাংসে, 
কিছু মোমবাতি জ্বলে নিঃশেষে স্তুপাকার হয় মানব শহীদ বেদীর তলায়।।

-------------------

Sumita Choudhury 
Liluah,  Howrah 



No comments:

Post a Comment