কস্তুরী ।। পূর্বিতা পুরকায়স্থ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, March 15, 2025

কস্তুরী ।। পূর্বিতা পুরকায়স্থ

 কস্তুরী

পূর্বিতা  পুরকায়স্থ

 

তুমি ছুঁয়ে দিলেই রোদ ছায়া হয়

বৃষ্টি হয় শাড়ির আঁচল 

তুমি চাইলেই আকাশে রং লাগে

মাটী রজঃস্বলা হয়

তোমার  বুকের  ঘ্রাণে ,  সমুদ্রে  তরঙ্গ  ওঠে

মেঘ   নেমে  আসে   আরক্ত  মাটিতে

শুধু ,তুমি চেন না তোমায়;

তাইতোমার উঠোন কখনো খটখটে

কখনো অকাল বোধনে ভেসে যায়

-----  

 

পূর্বিতা পুরকায়স্থ 

B 39/1 Narkelbagan Road

Garia,Kolkata

700084

 

 

No comments:

Post a Comment