মোনালিসা পাহাড়ীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

মোনালিসা পাহাড়ীর কবিতা


সুখে দুঃখে



কালের নিয়মে নতুন বছর প্রতি বছরই আসে,
পুরোনো হয়ে বিদায় ও নেয় মাত্র বারোমাসে।
২০১৮ও মোদের জীবনে তেমনি এল গেল,
নতুন করে২০১৯ আপন হয়ে এল।
বিগত বছরে মুঠোভর্তি অনেক সুখের ছবি,
দুঃখ ব‍্যথাও বেশ দিয়েছেন গত বছরের রবি।
বছর শেষের প্রান্তে দাঁড়িয়ে চলছে হিসেব নিকেশ
চাওয়া পাওয়া, হারানো প্রাপ্তি, জমা খরচের রেশ।
আকাশ কালো করে তখনই পরপারের পথে,
নীরেন্দ্রনাথ, মৃণাল সেন চলে গেলেন একে একে।
বাংলা মায়ের সাহিত‍্যাঞ্চল খালি করে এক পলে,
না ফেরার দেশে, পাড়ি জমাতে, নির্মোহে গেলেন চলে।
দুহাত বাড়িয়ে আপন করেছি নতুন সূর্যোদয়,
এছবর যেন এই জগতের সবারই ভালো হয়।
==================================


মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১

No comments:

Post a Comment