সায়ন মোহন্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

সায়ন মোহন্তর কবিতা


প্রত্যয়



সন্ধ্যা হচ্ছে
দাবদাহে বিধ্বস্ত গাছ
ঝড়েছে পাতা
আকাশ মিশেছে পাহাড়ে
রামধনু বুঝি হারিয়ে মরু প্রান্তরে
পালক খসিয়ে বাসায় ফিরছে পাখি,
ধূসর আঁখি ।

ঐ উঠেছে চাঁদ
গাছের মনে সূর্য দেখার সাধ
প্রজাপতি বেড়াবে উড়ে
গাইবে পাখি গান মধুর সুরে
উঠলো যখন চাঁদ
দিন আসা থাকে কি আর বাদ
গাছেরা উহ্য স্বরে করছে গল্প
সাথে আগামী দিনের পরিকল্প । 

পলকে পলক ফেলে
সময় গড়ায় হেসে খেলে
চোখ মেলছে রবি
রক্তিম আভায় ভাসছে সব-ই
গাছের পাতা করছে নৃত্য
প্রজাপতি ক্রমে হচ্ছে যুক্ত
মধুর সুরে গাইছে পাখি গান
ঘাসেরা বুঝি পেলো প্রাণ । 
===================


সায়ন মোহন্ত
চাষা পাড়া , 
কৃষ্ণনগর , নদিয়া - ৭৪১১০১

No comments:

Post a Comment