সবিতা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

সবিতা বিশ্বাসের কবিতা



















(কবি নীরেন্দ্রনাথ স্মরণে)

তিনি আছেন



গেলেন চলে মহান কবি নতুন কোনো দেশে
সেই যেখানে সবাই যায় কাজ ফুরোলে শেষে
তবুও তিনি আছেন জানি হৃদয়খানি জুড়ে
দিবস রাতে সকাল সাঁঝে ব্যথা বেদন খুঁড়ে

পুব আকাশে আছেন কবি প্রভাত রবি হয়ে
ছন্দ তুলে নদীর জলে চলেন তিনি বয়ে
ঘুচিয়ে অমা নবীন প্রাণে আলোর দিশা এনে
অমর হয়ে যাবেন রয়ে আঁধারটাকে ছেনে

তিনি ছিলেন তিনি আছেন রবেন চিরকাল
তাঁর লেখাতে পথ চিনবে আজ আগামীকাল
নীরেন্দ্রনাথ থেকে যাবেন সব বাঙালি বুকে
ভরসা দিয়ে সাহস দিয়ে সবার সুখে দুখে।
----------------------------------------------------------


সবিতা বিশ্বাস
প্রযত্নে- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম+ পোস্ট- মাজদিয়া (বিশ্বাস পাড়া)
জেলা - নদীয়া। পিন- 741507

No comments:

Post a Comment