শুভাশিস দাশের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

শুভাশিস দাশের কবিতা



তবু প্রত্যয় আছে

--------------------


গেলো যে বছর যায়নি ভালো
মিশিয়ে ভালমন্দ
নোতুন বছর হয়তো দেবে
ভালোর কিছু গন্ধ !
দুঃখ ব্যাথা অনেক কথা
রইলো স্মৃতি হয়ে
নোতুন বছর আনবে শুভ
বার্তা কিছু বয়ে !
তবু প্রত্যয় আছে এই বুকে
আসবে সুখের দিন
শোধ হয়ে যাবে বিগত দিনের
যাবতীয় জমা ঋণ !
-------------------------


শুভাশিস দাশ
দিনহাটা

No comments:

Post a Comment