কবিতা ।। ভালো আছি ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। ভালো আছি ।। দেবযানী পাল

 

ভালো আছি

দেবযানী পাল


কেন ভাবছি? পেলাম না কিছু কিছুই কি পেলাম না?
সুখ দুঃখ হাসি কান্না এগুলোই তো পাওয়া
আমি তো নিষ্প্রাণ পাথর নই যে কিছু বোধগম্য হলো না
রক্তমাংসের শল্য চিকিৎসায় নিপুণভাবে তৈরি করা আছে মাথা দেহ যা হয়তো ঈশ্বরের দান
এত সুন্দর পৃথিবীতে কিছু মরীচিকা তো থাকবেই, ছুটে বেরিয়েছি তাতে
রঙ্গ রহস্যের উপাদানও তো পেয়েছি নিরন্তর
বিভীষিকাকেও বরণ করে নিয়েছি নিজ সময়ের ভেদে
আফসোসের বাতাবরণে মুক্ত আকাশ খুঁজে নিয়েছি
 নিশ্চিন্তের শ্বাস নিচ্ছি অন্যের অবাক চোখে 
এটাই তো পরম প্রাপ্তি আমার।

=============

দেবযানী পাল
নিউ ব্যারাকপুর

No comments:

Post a Comment