কবিতা ।। আষাঢ় ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। আষাঢ় ।। রঞ্জন কুমার মণ্ডল


আষাঢ়

রঞ্জন কুমার মণ্ডল


আষাঢ় মানে ঘন কালো মেঘ
ঢাকে আকাশ খানি
মেঘের ভেলায় দোদুল দোলায়
আসে যে বর্ষা রানী।

আষাঢ় মানে বাদল ধারা
নামতা'র ধারাপাত
মক মক তান দাদুরের গান
মনেতে রেখাপাত ।

আষাঢ় মানে দাবদাহ শেষ
বৃষ্টি ঝরার গান
হাল বলদে  মাঠেতে কৃষক 
রোপণ আমন ধান।

আষাঢ় মানে কাদাড়ে চাষ
ভীষণ খুশি চাষী
আমন চারা দোলায় মাথা
দেখিয়ে তার হাসি।

আষাঢ় মানে বনানী সবুজ
কচি পল্লব হাসে
হাসনুহানা মল্লিকা যুঁই
ফোটে তারা উল্লাসে।

আষাঢ় মানে জল থৈ থৈ
গগনে ডাকে দিয়া
জল টুপটুপ জল টুপটুপ
ফোটে কদম কেয়া।

==============


রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা, ২৪পরগণা (দঃ)
পিন-৭০০১৩৭.

No comments:

Post a Comment