কবিতা ।। ভালোলাগার শব্দমালা ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। ভালোলাগার শব্দমালা ।। পাভেল আমান


ভালোলাগার শব্দমালা 

পাভেল আমান

শব্দ দিয়ে গড়ে চলেছি
সুউচ্চ বাক্যের ইমারত
যার পরতে পরতে
নিরন্তর জুড়ে আছে
দিন যাপনের ভাবনা। 

শব্দ দিয়ে লিখতে আছি
প্রাত্যহিক ঘটনা মালা
কত দুঃখ যাতনা
চাওয়া-পাওয়ার অপূর্ণতা
সবকিছুই একাকার। 

শব্দ নিয়ে ভাবতে থাকি
আগামীর পথ চলা
বাধা-বিপত্তি সরিয়ে রেখে
সরলতাকে আঁকড়ে ধরে
চলমানতার অঙ্গীকার। 

শব্দ নিয়ে স্বপ্ন দেখি
অবিরাম ভালোলাগার
যেখানে খুঁজে পাবো
বেঁচে থাকার মুক্তভবন
দিন বদলের সাথে সাথে। 
 
=================

পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ

No comments:

Post a Comment