কবিতা ।। গঙ্গাসাগরের ইতিকথা ।। দীপক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। গঙ্গাসাগরের ইতিকথা ।। দীপক পাল


গঙ্গাসাগরের ইতিকথা 

দীপক পাল


চলেছেন  অসমঞ্জ পিতা সগর রাজার নির্দেশে
রাজার স্বপ্ন গঙ্গাকে সমাদরে বয়ে আনবেন বঙ্গদেশে,
গঙ্গা মাতা নানা প্রদেশ হয়ে মিশবে বঙ্গোপসাগরে।
বলেন তাকে সফল হয়ে ফের অশ্বারোহী ষাট হাজারে।
কত বন্ধুর পথ চলেছে তারা পেরিয়ে উত্তর দিকপানে
গঙ্গাকে আনতে চলেছে যে তারা তাই হিমালয়ের টানে।
হঠাৎ কি হলো সবাই আক্রান্ত কোন এক অজানা জ্বরে
চোখ জ্বালা হলুদ বর্ণ বমি বমি ভীষণ ব্যথা সবার উদরে
বিশ্রাম নেয় খানিক সবাই গাছের ছায়াতে অবসন্ন হয়ে
কে কারে দেখে প্রচন্ড সে জ্বরে মারা যায় ব্যথা সয়ে সয়ে।
খবর না পেয়ে অংশুমানকে পাঠালেন রাজা ওষুধ দিয়ে,
সে গিয়ে দেখে মৃত সবাইকে সদগতি করে কি দিয়ে;
অশ্ব সকলের সাহায্য নিয়ে পোড়ানো হয় সবার দেহ,
শ্রাদ্ধশান্তি করে নিজ আয়োজনে জানতে পারেনা কেহ।
ষাট হাজার অশ্ব ফিরিয়ে রাজাকে ঘটনা বলে সে সব
এরপরে বলে ভেবোনা কিছু পিতা একদিন হবেই সম্ভব।
অংশুমান পৌত্র ভোগীরথ ছিল শিক্ষিত প্রযুক্তিবিদ বীর,
হিমালয় হতে গঙ্গাকে আনবে মর্তে, এই করলো মনস্থির।
হাজার হাজার  সৈন্য ও কারিগর নিয়ে গেলো গঙ্গার তীরে
মন প্রাণ দিয়ে গঙ্গা পূজা করে মর্তে আহভান করে তারে।
অনুমতি পেয়ে মাটি পাথর কেটে গঙ্গা বইয়ে দিলো মর্তে;
বহু প্রদেশে হোল শস্য শ্যামলা এই মহা মানবের হিতে।
বহু বৎসর ব্যাপী পরিশ্রমের পর গঙ্গা মিশলো সাগরে।
অসমঞ্জ ও ষাট হাজার সেনার ছাই  মিশলো গিয়ে সাগরে
সেই হতে এ সঙ্গম হলো খ্যাত তীর্থক্ষেত্র গঙ্গাসাগর নামে।
সারা ভারতের লোক সাগর সঙ্গমে এসে তীর্থ স্নানে নামে।
সাগরে ডুব দিয়ে নিবেদন করে পূর্বপুরুষদের জল প্রদান,
গঙ্গা সাগরের এই হলো ইতিহাস এই হলো তার উপখ্যান।

                     -০-০-০-০-০-০-০-০-০-

Dipak Kumar Paul,
DTC Southern Heights
Block-8, Flat-1B,
Diamond Harbour Road,
Kolkata - 700104.


No comments:

Post a Comment