তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

 

তিনটি  কবিতা ।। সুশান্ত সেন


সমান্তরাল


সমান্তরাল রেখা কেন যে চলতেই থাকে
এতটুকু মিশতেও চায় না 
এই ভেবে অস্থির ।

যদিও ছোটবেলা থেকে 
পাখি পড়ে শেখানো হয়েছে
মিলমিশ  করে থাকতে।

তাই "মিল" আর "মিশ" একসঙ্গে লেখা।

দুষ্টু ছেলেরা একটু বেকিয়ে দিয়ে
রেখা দুটোর মিশ খাইয়ে দিত।
তাই দুষ্টু ছেলেদের দলে
মিশে পড়ব ভাবছি।

 চাওয়া

তুমি নিজেই জানো না কি চাইছো, কোন পথে গেলে জীবনের সার্থক উপলব্ধি হবে তাই খুঁজে অনাথ বালক হয়ে নতজানু হয়ে ভিক্ষা চাও - কি চাও,  কার কাছে নিজেই জানো না। প্রবাল সমুদ্র থেকে প্রবালের গাছ অতিকষ্টে এনে জামাইবাবু তোমাকেই দিলেন।
প্রত্যাশা কঠিন নয় , তবু তুমি দোনা মনা করতেই থাকলে যতক্ষণ না তোমার মাথায় ছাদ ভেঙে পড়লো ।
প্রবালের গাছ দিয়ে গৃহসজ্জা তোমার হলো না।


বোম

বোম মেরে সবাইকে উড়িয়ে দোবো
রক্তচক্ষু করে সে বলেছিল
পাড়ায় পাড়ায় ঝগড়া আর বচসার সময় ,
তার বা তার দলের কথা না শুনলে ।
অনেক দিন তাকে আর দেখি না ।

এখন আবার এক দেশ অন্য এক দেশকে বোম
                মেরে উড়িয়ে দেবার ভয় দেখাচ্ছিল
আবার বোম মারতে শুরুও করেছে ।

অপেক্ষা করছি কখন তারা পাড়া ছাড়া হবে
       কবে থেকে আবার তাদের দেখা যাবে না।

পদি পিসির বর্মি বাক্স
এখানে সবাইকেই দিতে হবে প্রদেয় টাক্স 
এর থেকে তো  নিস্তার পাবার উপায় নেই ,
সময় তো দাড়িপাল্লা নিয়ে অপেক্ষা করছে 
                        জানলার ওপারে ।


===============

সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০





No comments:

Post a Comment