যখন থাকি একা
মানস চক্রবর্তী
একদিন এক ভূতব্যাটাকেধরে চুলের মুঠিটেনে চাপড় মেরেছিলামকানের গোড়ায় দুটি।আমার পায়ে ধরে সে ভূতবললো 'আঁমায় ছাঁড়ো-খঁতি আঁমি কঁরবো নাঁ আঁর-আঁজকে থেঁকে কাঁরো।'তার কথাতে মায়া হলোদিলাম তাকে ছেড়েএ তল্লাটে আসবে না সেবললো মাথা নেড়ে।সেদিন থেকে এই পাড়াতেযায় না তাকে দেখাতবু কেন ভয় লাগে খুবযখন থাকি একা !
----------------------------------------
মানস চক্রবর্তীউত্তর বাওয়ালী, নোদাখালি,দক্ষিণ চব্বিশ পরগনা,পিন--৭০০১৩৭
No comments:
Post a Comment