ছড়া ।। যায় আর আসে ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

ছড়া ।। যায় আর আসে ।। বদরুল বোরহান

যায় আর আসে 

বদরুল বোরহান 


যুগের পরে যুগ চলে যায়
পেরোয় শতাব্দী, 
মহাকালের কাছে আমি 
ক্যামনে জবাব দি?

আর এলো না তুর্কী কামাল
গুয়েবারা চে',
পেলাম না তো ভাসানী ও
শেখ মুজিবুর হে।

গান্ধী, সুভাষ, ম্যান্ডেলা আর
মার্টিন লুথার কিং, 
নিদেনপক্ষে বক্সার আলী 
ফাঁকা যখন রিং।

সূর্য ওঠে, সূর্য ডোবে
কালের আবর্তন, 
যায় আর আসে, আমার মতো
গণেশ, গোবর্ধন।

          -----------------

বদরুল বোরহান 
ফ্ল্যাট নং-৬০২, বিল্ডিং নং-১ 
জাপান গার্ডেন সিটি 
আদাবর, মোহাম্মদপুর।
ঢাকা-১২০৭

No comments:

Post a Comment