কবিতা ।। বিবেকানন্দ ।। অভিজিৎ দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। বিবেকানন্দ ।। অভিজিৎ দত্ত

 

বিবেকানন্দ 

অভিজিৎ দত্ত 


বীর সন্ন্যাসী বিবেকানন্দ 
জাতিকে দিয়েছিলেন অভয়মন্ত্র 
উঠো,জাগো, লক্ষ্যে পৌঁছনোর জন্য 
নিজের উপর বিশ্বাস রাখো।
 

বিবেকানন্দ নিজের সমস্ত জীবন 
উৎসর্গ করেছিলেন দেশ ও দশের জন্য 
তৈরী করেছিলেন রামকৃষ্ণ মিশন
সাধারণ মানুষের শিক্ষা ও সেবার জন্য। 

বিবেকানন্দের  বাণী ও রচনার দ্বারা
উদ্বুদ্ধ হয়েছিলেন ভারতের বিপ্লবীরা
এমনকি নেতাজীর চিন্তাধারাও 
প্রভাবিত হয়েছিল তার দ্বারা।

অথচ  আজকে স্বামীজীর সাধের  ভারতবর্ষে
মণীষাচর্চা অবহেলিত 
অপসংস্কৃতি,ধর্ম আর জাতপাতের ভেদাভেদে
দেশ আজ দ্বিধাবিভক্ত।

বহুবৈচিত্র্যময় দেশ  ভারতবর্ষ 
আজ নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত 
ভেবে দুঃখ হয় ,এটাই কী স্বামীজীর 
সাধের ভারতবর্ষ?

==================

ABHIJIT DUTTA, AT-MAHAJANPATTI, P.O.JIAGANJ, DIST.MURSHIDABAD, PIN.742123, WEST BENGAL 

No comments:

Post a Comment