ছড়া ।। শ্রাবণের গান ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

ছড়া ।। শ্রাবণের গান ।। দীনেশ সরকার

  

 শ্রাবণের গান

     দীনেশ সরকার


তপ্ত দহন শেষ হ'লো বুঝি
নামলো শ্রাবণধারা
ঝরছে না ঘাম দর-দর ক'রে
খুশিতে আত্মহারা।

হাঁস-ফাঁস ভাব কেটে গেছে আজ
স্বস্তির শ্বাস পড়ে
রেনি ডে আজ যে ছেলেদের দল
বন্দি থাকে কি ঘরে ?

বল নিয়ে তারা নেমে পড়ে মাঠে
জল-কাদা মাখামাখি
আনন্দ-স্রোতে ভেসে যায় ওরা
বিস্ময়ে চেয়ে থাকি।

চাষির মনেতে ভরসা যোগায়
শ্রাবণের বারিধারা
সময় হয়েছে আমন চাষের
লাগা রে ধানের চারা।

গাছপালা সব জলের আদরে
খুশিতে দোলায় মাথা
শ্রাবণধারায় নেচে নেচে ওঠে
সবুজ সজীব পাতা।

টাপুর-টুপুর ছন্দ নূপুর
বেজে যায় অবিরাম
বিজলি চমক আকাশের বুকে
লেখে শ্রাবণের নাম।

আজি এই ক্ষণে রবীন্দ্রনাথ
কেমনে তোমায় ভুলি
গুন-গুন করি বরষার গান
মনে মনে সুর তুলি।

কবি নিয়ে বসে কাগজ কলম
ছড়ায় আঁকতে ছবি
শ্রাবণের ধারা ঝরে ঝর-ঝর
অপলকে দেখে কবি।

*********************************************

দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬

No comments:

Post a Comment