ছড়া ।। গুঁতোগুঁতি ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

ছড়া ।। গুঁতোগুঁতি ।। বদ্রীনাথ পাল

 

গুঁতোগুঁতি

বদ্রীনাথ পাল


ভীড় ট্রেনে বাসে যদি
চড়ো তুমি ভাই,
গুঁতোগুঁতি হবে জেনো
হর হামেশাই !

রাগে যদি তেড়ে আসে
কোনো ক্ষ্যাপা ষাঁড়,
গুঁতোবেই নির্ঘাত্
পাবে নাকো পার !

ইস্কুলে ফাঁকি দাও
পড়া হোক ভুল-
পেটে গুঁতো শিক্ষক
দেবে বিলকুল।

পুলিশের গুঁতো, সেটা
হয় কি রকম ?
যারা পায় তারা বোঝে
রকম সকম।

==========

বদ্রীনাথ পাল
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

No comments:

Post a Comment