ছড়া ।। ঠিক তালে ।। কার্ত্তিক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

ছড়া ।। ঠিক তালে ।। কার্ত্তিক মণ্ডল

  

   ঠিক তালে

     কার্ত্তিক মণ্ডল


ঘড়ি চলে টিক টিক
ঠিকঠাক তালে
রাতের আকাশে চাঁদ
সূর্য সকালে । 

সময় থাকে না বাঁধা
প্রতি পদে পদে
আপন গতিতে ঘোরে
ভীষণ আমোদে । 

কোনো কিছু খেদ নাই, 
নাই মনে ক্লান্তি
ঘোরার আনন্দ টাই
যেন তার শান্তি। 

একটাই দোল তার
টিক টিক টিক
মানুষকে বলে যায়
চলো ঠিক ঠিক। 

No comments:

Post a Comment