কবিতা ।। সবুজের অভিযান ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। সবুজের অভিযান ।। অশোক দাশ

 

সবুজের অভিযান

অশোক দাশ


ঘাম ঝরে দর -দর খোকা -খুকি জব্দ,
রোদে নয় ছোটা -ছুটি  ঘর দোর বন্ধ।
ঢক -ঢক জল খায় বুড়ো-বুড়ি সুনন্দ,
প্রকৃতির  রোষানলে  ঘর  পোড়া গন্ধ।
দহন তাপে খাঁ খাঁ মাঠ ফুটি ফাটা চৌচির,
কৃষকের   নেই    ঘুম    হাঁসফাঁস   অস্থির।

বাতাসে আগুনে হালকা শরীরে ধরে জ্বালা,
সব কাজ ফেলে রেখে প্রাণ বাঁচা ঘরেতে পালা।
পশুপাখি ছায়া খোঁজে বনানীতে বৃক্ষের আকাল,
লালসায়  বৃক্ষ ছেদন  কেড়ে নেয় শীতল সকাল।

পতিত জমিতে ছড়াও বীজ সৃজন করো কিশলয়,
বাঁচবে প্রকৃতি বাঁচবে প্রাণ খুশিতে ভরবে  আলয়।
সবুজের  অভিযান  চলুক  নিত্য  আনন্দ উৎসবে,
বাঁচুক চারা গাছ বন বনানী ভালবাসার নিবিড় বন্ধনে।

=====================
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।



No comments:

Post a Comment