কবিতা ।। আকাশ থমকে গেছে ।। সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। আকাশ থমকে গেছে ।। সুনন্দ মন্ডল

  

আকাশ থমকে গেছে

    সুনন্দ মন্ডল


আমার রাজ্যে এ কী খেলা
শুধুই মনে ভয়।
ভাবি কখন কোথায় যেন
কী হয়, কী হয়!

গনতন্ত্রের উৎসবে আজ
রঙের খেলা চলে।
সকল ইচ্ছা হারিয়ে ফেলি
মৃত্যুর এ মিছিলে।

ভোটের নামে চলে কী সব
হাজার প্রহসন।
উৎসবে আজ খুশির বদল
দেখি আগ্রাসন।

মানুষ কত বেহায়া ভাই
আপন কেউ নয়!
আমি বেবাক শুধুই হতাশ
এ রাজ্য কি চাই?

ভোটযন্ত্রে তাকিয়ে গনতন্ত্র
চারদিকে উৎসব।
আজকে আকাশ থমকে গেছে
দেখে উটকো শব।

======================

সুনন্দ মন্ডল, কাঠিয়া, পাইকর, বীরভূম

No comments:

Post a Comment