জীবনমুখী কবিতা ১ ।। অভিজিৎ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

জীবনমুখী কবিতা ১ ।। অভিজিৎ হালদার


জীবনমুখী কবিতা  ১

অভিজিৎ হালদার



আমার জীবনমুখী কবিতার পাতায়
তুমি একবার ফিরে তাকাও
দেখতে পাবে কত অজানা ইতিহাস
যেগুলি চাপা পড়েছিল বহুদিনে
কালের কষ্টিপাথরের নীচে।
তোমার কিঞ্চিৎ পরিমাণ সান্ত্বনা
লিখতে পারে হাজার হাজার
উপন্যাসের পাতা ;
তুমি একবার আমার দিকে চেয়ে দেখো
দেখতে পাবে নীল সমুদ্রের ঢেউ
ক্ষণে ক্ষণে আমার বুকে আঘাত হানছে
আর ভাসিয়ে দিচ্ছে আমাকে।
তুমি দূর আকাশে দিকে তাকিয়ে থাকো
দেখতে পাবে মেঘের আনাগোনা
আর পাখিদের ডানামেলে ওড়া
বিকেলের বৃষ্টি ভেজা আকাশে
রামধনুর সাতটি রঙের খেলা।
যে ছেলেটি তোমাকে ভালোবেসেছিল
আমাকে অসহায় একা রেখে ;-
সেই ছেলেটি আজ আমার কাছে
জানতে চাই তোমার হৃদয়ের কথা !
আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি
গোলাপের বাগানে ফুলের পাপড়িতে
দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে
ঝরে যাচ্ছে সুন্দর ফুলের পাপড়িগুলো।
তোমার সুখের হৃদয় হতে
আঘাত হানে আমার বেদনার হৃদয়ে
আর জ্বালিয়ে দেয় বারুদের মতো
তখনই বিস্ফোরণ ঘটে সারা শরীরে।
আমার অসহায় জীবনের পাতায়
তুমি লিখতে পারো অন্য প্রেমের কাহিনী
যা আমাকে শিখাবে ভালোবাসার মানে।


======================


Abhijit Halder
Vill-Mobarockpur
District -Nadia
Pin-741507
West Bengal
India 


No comments:

Post a Comment