দুটি কবিতা ।। মহাজিস মণ্ডল
সম্পর্ক
শিকড় ছুঁয়ে দেখি
গাছেদের জন্ম
স্পর্শ বলে দেয়
মানুষের সমস্ত স্বভাব
একটা নদী জানে
একটা আকাশ জানে
বৃষ্টির আর মাটির সম্পর্ক...
স্বপ্নের স্ফুরণ
আগুন দিয়ে লিখেছি
মানুষের এক একটা গান
এবং বেঁচে থাকার শব্দ
কে জানে সময়ের কথা
কাকে কখন মারে
আবার কখন কাকে বাঁচায়
আমি শুধু বারংবার চেয়েছি
মানুষের মুখে দুমুঠো ভাত
আর দুচোখে অনন্ত স্বপ্নের স্ফুরণ...
----০----
মহাজিস মণ্ডল
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
জোকা,
কলকাতা:-৭০০১০৪
-০-
No comments:
Post a Comment