কবিতা ।। বিশ্বকবি ।। চিত্তরঞ্জন সাহা চিতু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। বিশ্বকবি ।। চিত্তরঞ্জন সাহা চিতু

    

     বিশ্বকবি

     চিত্তরঞ্জন সাহা চিতু


জোড়াসাঁকোর ঠাকুর ঘরে পঁচিশে বৈশাখ
বাংলা ভাষার মানুষগুলোর দিলো নতুন ডাক।
ভদ্র অতি শান্ত ছেলে
কাঁপিয়ে দিলো বিশ্বটাকে বাংলা ভাষায় ছন্দ খেলে।

লিখতো লেখা অাঁকতো ছবি গুন ছিলো তার শত
বলতো কথা সব মানুষের যেন নিজের মত।
বলতে পারো কি লেখেনি                                            
চক্ষু দিয়ে এই দুনিয়ায় বিশ্ব কবি কি দেখেনি।

অাকাশ নিয়ে বাতাস নিয়ে রাখাল ছেলের বাঁশি
দেশকে নিয়ে তাও লিখেছে তোমায় ভালোবাসি।
সেই কবিতো বুকের মাঝে
জড়িয়ে অাছে সকল কাজে

ভুলবো কেমন করে
অানলো নোবেল লেখার জোরে বাঙালীর অন্তরে।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ সবার অহংকার
বিমম্র শ্রদ্ধা জানাই কবিকে বারে বার। 

 ++++++++++++++++++++++++++++

  চিত্তরঞ্জন সাহা চিতু
বড় বাজার,  চুয়াডাঙ্গা 

No comments:

Post a Comment