গ্যাং রেপ
সুদামকৃষ্ণ মন্ডল
ক্রমশঃ পিছিয়ে যাচ্ছি । ক্ষমতা দখলের জন্য হিংসা- বিদ্বেষ- আক্রোশ অবলম্বন করে সততা-আদর্শ-মানবিকতা বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থ কায়েম করার জন্য এতটা পিছোতে হবে কেউ ভাবেনি। গত পরশুদিন ভোট গণনার দিন থেকে মৌমিতা বাড়ি ফেরেনি। সে শাসক প্রতিপক্ষকে হারিয়েছে । সংসদীয় গণতন্ত্রে তা স্বাভাবিক। হারজিত আছে । তা বলে পরিকল্পিতভাবে পরাজিত দলসহ গণনা কেন্দ্রে বিজয়ী প্রার্থীদের আটকে রেখে বিজয়ী শংসাপত্র দেবার ছিলায় নির্বাচন কর্তৃপক্ষ দীর্ঘ সময় টালবাহানা করেছে । এবং বিরোধী পরাজিতদের কু-চক্রের কবলে ফেলার পরোক্ষভাবে সহযোগিতা করেছে ।
বর্তমান সমাজ ব্যবস্থার সবদিক খতিয়ে দেখে একজন শিক্ষিত মেয়ে বেকারের জীবন যন্ত্রণার কথা উপলব্ধি ছাড়া ব্যক্তি জীবনে বাবা-মার কষ্ট -সহিষ্ণুতাসহ যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত না হওয়ার অসীম দলতান্ত্রিকতা নিজেকে বিদ্রোহী করেছে ।
----- এই কাগজে সই দিয়ে লিখে দে তুই হেরে গেছিস ।
----- কেন ? না আমি দেব না সই । প্রতিপক্ষের পরাজিত প্রার্থী কাউন্টিং অফিসারের সামনে জোরাজুরি করছে ।
----- আমি নমিনেশন থেকে এই অবধি পার্সোনাল সাত লক্ষ টাকা ব্যয় করেছি তুলব কি করে ? স্যার ওকে দিয়ে বাধ্য সই করিয়ে নিন । না হলে আপনিও খতমের খাতায় । দীর্ঘক্ষণ মৌমিতা ভেবেছে। সে সাত পাঁচ ভেবে বাধ্য হয় সহি দিতে ।
সহি দিতে টালবাহানার জন্য বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় আর কতিপয়ের হাতে নিগৃহীত হয়।
গ্যাং রেপে মৃত অবস্থায় পাট ক্ষেতে পড়ে আছে।
মূল্যবোধহীন অবক্ষয়তার সাক্ষী হয়ে ক্ষমতার স্বাদ নিতে আর কতদিন সভ্যতার গতিপথ থেকে পিছোতে হবে !! মৌমিতার সাথে স্বাধীন ভারত জননীও কি ধর্ষিতা - নিগৃহীতা নয় ?
===================
সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347
No comments:
Post a Comment