পোস্টগুলি

সেপ্টেম্বর ১৭, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা ।। শিবপ্রসাদ গরাই

ছবি
প্রতিবাদী কতটা প্রতিবাদ করলে প্রতিবাদী হওয়া যায় আমি জানি না কতটা কান্না বুক থেকে ঝরলে মানুষকে ভালোবাসা যায় আমি জানি না তুমি বিশ্বাস করো তোমার জন্য এক বিন্দু কান্না ঝরে নি চোখ দিয়ে তুমি বিশ্বাস করো তোমার জন্য ঝান্ডা হাতে মিছিলে পাও আমি বাড়ায়নি শুধু কলম হাতে নিয়ে সারা রাত্রি বুকটাকে ছিন্নভিন্ন করেছি কান্নার বদলে ঝরে পড়েছে রক্ত ভালোবাসার বদলে দেখা দিয়েছে প্রতিবাদ ও নির্ভয়া, তবুও আমি কী তোমাকে ভালবাসতে পেরেছি তবুও আমি কী প্রতিবাদী হতে পেরেছি? ========== শিবপ্রসাদ গরাই  গ্রাম শ্যামদাসপুর পোস্ট ও জেলা বাঁকুড়া  সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। বিকাশ আদক

ছবি
|| কলিং বেল ||   একটা শব্দ- জং-মোচী পালিশ। ছাদের কবিতা পূর্ণমায়- স্তব্ধ পিরামিড রিখটার স্কেল মাপে। শব্দ জমে, শব্দরা একদিন সূর্য হয়- ঋতু ক্যানভাস গড়ে সম্ভারে নানা মুখ।   একটা শব্দ- মূর্তিমান গড়ের। পান্ডুলিপি সাজে প্রহর গুণে- কিশলয় হয় কিংবা ঝড় ওঠে পথ ধরে। কত শব্দের কত ঢেউ লাগে অষ্টপ্রহর, কলিং বেল, একটা শব্দ,- একটা সংকলন।                           একটা শব্দ- আজ স্পর্শহীনতায় স্তব্ধ। ব্যবধানে শ্যাওলা জমে- নিঃস্তব্ধতায় শব্দরা ঘুরে ফিরে দীর্ঘ অপেক্ষায়। শব্দ মিছিল, ভেতরে জমে ওঠে গাঢ় অন্ধকার,  একটা শব্দ- কবে ডেকে যাবে শান্ত ভোর? _________________ বিকাশ আদক গ্রাম- ধর্ম্মপোতা,  পোষ্ট - কল্লা থানা - চন্দ্রকোনা, জেলা - পশ্চিম মেদিনীপুর ৭২১২০১ মোবাইল- ৯৬৩৫৩৩৪৬৩৯       সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে wh

কবিতা ।। রাজু দাস

ছবি
সময়টা ছিল সময়টা ছিল কেবল জিজ্ঞাসা বাঁচার তাগিদে উপসনা মাত্র।  ক্লান্ত পথিক ও ছায়া খোঁজে ঠাঁই পায় যদি বটবৃক্ষের তলে,  প্রশ্ন হাজার ছিল মস্তিষ্কে উত্তরের সন্ধানে নির্বোধ।  উল্লাস ও ভালোবাসা —  উষ্ণতার বালি মরুতে তৃষ্ণা মোর রুক্ষ কণ্ঠে,  আশা আছে অশ্রু ভরা নয়নে মনকে করি বলবান। ================ রাজু দাস  সুভাষগ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা ৭০০১৪৭ ফোন নম্বর:- 8777276158 সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। মানি সান্যাল

ছবি
   - মা -      ********** হৃদয় মাঝে অন্তরালে গাঁথা আছে মা, গভীর রাতে খোলা আকাশ নাড়ির টানে মা। হাজার দুঃখ কষ্টে তুমি সব সামলেছো মা, তোমার গর্ভে জন্ম নিয়ে ধন্য হয়েছি মা। ভীষণ ভয়ে মধ্যরাতে যখন কেঁপে উঠি মা, একলা হাতে সব সামলে যখন হাঁপিয়ে উঠি মা। শত ভিড়ের মাঝেও যখন একলা থাকি মা, তখন আমি তোমার গায়ের গন্ধ মাখা তোমায় খুঁজি  মা। আঁচল সরায়ে মুখটি ঢাকি। আমিও আজ মা হয়েছি, আমার ঘরেও ছোট্ট খুকি, সকাল সন্ধ্যা তারই সাথে, গল্পে ছন্দে  কবিতা লিখি।।।।। ===================== মানি সান্যাল সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। নারায়ণ প্রসাদ জানা

ছবি
প্রাণ তুমি অকারন ধ্বংস কর আমার কবিতা ওরা শেকড় ছড়িয়ে দিয়েছে ধরণীর জঠর-হৃদপিন্ড-ধমনি-শিরায় , তুমি পুড়িয়ে দিলেও আমার পান্ডুলিপি-- কালো অক্ষরের স্পন্দন মুছে দিলেও রক্তবীজের মত ধূলিকণা থেকে শিশির ভেজা রক্তিম ভোরে পাঁপড়ি মেলবে ওরা ফুল হয়ে। তুমি ফুল ছিঁড়তে পার সহজে নষ্ট করতে পার কীট হয়ে কুঁড়ি যত, উপড়ে ফেলতে পার কোমল শিশুর মত কবিতার চারাগাছ সব। কিন্তু ধ্বংস করতে পারনা ওদের প্রাণ ; অন্ধকার জঠর ভেদ করে- জেগে উঠবে আবার আমার কবিতা আকাশের তারা হয়ে। ============ নারায়ণ প্রসাদ জানা গ্ৰাম+পোস্ট=হাঁসচড়া জেলা-পূর্বমেদিনীপুর পিন-721625 মোবাইল-9434128211. সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। অষ্টপদ মালিক

ছবি
  দৃষ্টিপাত আগের দিনগুলো তো এমন ছিল না আজকাল যেখানে সেখানে গোষ্ঠী সংঘর্ষ বোমাবাজি খুনোখুনি এসব সবার সামনে ঘটে যায় । শিশুরা এসব বীভৎস কান্ডের শিকার তারা ভয়ে শিউরে ওঠে কেঁদে ফেলে ! আজও দেখি স্বাধীনতা দিবসের পতাকা তোলা হয় স্কুলের প্রাচীর ভেঙে ইঁট নিয়ে শহীদবেদী তৈরি করতে ; কি ধুম ধাম কি উন্মাদনা যুবসমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটে প্রতিনিয়ত। আজও দেখতে পাই স্বাধীনতা দিবসে পতাকা তোলার সময় রাজনৈতিক সংঘর্ষে কত মায়ের বুক নিমেষেখালি হয় ! কত সন্তান হয় পিতৃহারা । আগে তো এমন ছিল না আমরা  তবে কোন পথে পা বাড়িয়েছি ? =================          অষ্টপদ মালিক পাঁচারুল, হাওড়া , পশ্চিমবঙ্গ,          ভারত-৭১১২২৫         মোবাইল-06295 32 1758 সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা। সমীর দেওঘোরিয়া

ছবি
স্বপ্নের ফেরিওয়ালা ********************** আমিতো শিখিনি কাঁদতে  শিখেছি হেসে খেলে বাঁচতে।  আমার নেইকো কোনো কষ্ট  আমি দুঃখকে করেছি জয়।  আমিতো করিনা হিংসা  তাইতো আমি প্রেমের গান গায়।  আমার নেই কোনো পরাজয়  আমি ষড়রিপুকে করেছি জয়। আমার নেইকো কোনো হতাশা  আমি যে এক স্বপ্নের ফেরিওয়ালা। ************************* সমীর দেওঘোরিয়া গ্রাম- চৌতালা  পোস্ট- ভাগাবাঁধ থানা- পাড়া জেলা - পুরুলিয়া সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। সাইফুল ইসলাম

ছবি
যে কবিতা হয়নি লেখা তুমি একটা কবিতা চেয়েছিলে স্মৃতির মন্দিরে পলেস্তারা খসে পড়া দেয়ালে টাঙিয়ে রাখবে বলে।  জানো? অনেক চেষ্টা করেও হল না।  কবিতা লিখতে কিছু শব্দের প্রয়োজন কত ডাকাডাকি আর কত আয়োজন তবু কেউ এল না।  চৈত্রের ভরদুপুরে যেদিন আমাদের শেষ দেখা- দুজনের অশ্রুজলে হল বিরহের কাব্য লেখা।  সেদিনের কালবৈশাখী ঝড়ে শুকনো পাতার সাথে শব্দেরা গেছে উড়ে।  আজ শ্রাবণের বাদল রাতে বেশ মনে পড়ে।  আবার যদি কখনো কোন ঝড় ফিরিয়ে দেয় হারানো শব্দের অভিধান মুগ্ধতায় চাহি তব মরু উষর লিখে রাখব অমর কাব্য কথা ভাগ্যের সীমারেখা ধরে।  ------------------------------------- সাইফুল ইসলাম বর্দ্ধন পাড়া   বীরভূম ফোন -৯৬৪১৭৭০০১৯ সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। সঞ্জয় কুমার মল্লিক

ছবি
ওর পছন্দ ছিল বলেই ওর পছন্দ ছিল বলেই,     বাবা মাকে না জানিয়ে প্রেম করেছি বেশ। ওর পছন্দ ছিল বলেই,     পার্সনাল রুম নিতে ছেড়েছি সস্তার মেস।। ওর পছন্দ ছিল বলেই,     পড়া ফেলে হাতে হাত ধরে ঘুরে বেড়াতাম বেশ। ওর পছন্দ ছিল বলেই,     ওকে চির বিদায় দিয়ে জীবন করেছি শেষ।। সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। পলাশ হালদার

ছবি
       অন্বেষা মানুষের ভিড় চারিদিকে, সারাদিন যেন যন্ত্রের মতো চলে প্রেমশূন্য, প্রীতিশূন্য হৃদয়ের মালিক চলে সময়ের তালে। সেই ভিড়ে পথ ভুলে হই বারে বারে ভ্রান্ত--- মন ভরেনি; ভুলেছে শুধু আর হয়েছে ক্লান্ত। চারিদিকে জনকল্লোল, সবাই খোঁজে আপনজন; যে পারে দু'দণ্ড সুখ দিতে সেই আমার মন। ঝাপসা চোখে মাথা ঘোরে; যেন আছি কোন ঘোরে। পথক্লান্ত পথিক, হারিয়েছি দিশা আমি অন্বেষার তরে। ওগো দয়াময় দেখা যদি হয়, কী সুধাবো তারে! যদি হেসে কয়, 'পুড়িয়ে দাও সকল দলিল-দস্তানা--- নিজের ভালো বোঝোনা ? তোমার সকলি পাগলপনা।' খোঁজা আর খোঁজা, প্রতিদিন খোয়া যায় আমাদের সোনা নকলের হারায় আমাদের স্বপ, আমাদের চেতনা। হাজার বছর পরেও সেই চেনা পৃথিবীতে একই উন্মাদনা সবই চেনা, তবু চেনা বসন্তে খোঁজা এ মনের তৃষ্ণা হাজার বছর ত্রিভুবন খুঁজে মাংস গেছে ক্ষয়ে; অস্থিগুলো আগামীর অবয়বে থেকে যাক আগামীর কায়ে--- ================== পলাশ হালদার। গ্রাম+পোস্ট-গোকর্নী, থানা-মগরাহাট, দঃ ২৪ পরগণা। মো: 9088133872 সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন

কবিতা ।। স্বদেশ বন্দ্যোপাধ্যায়

ছবি
  মরীচিকা স্বপ্ন আমার বড়ই চতুর ,              ধরা নাহি দেয় । মরীচিকার পানে তাই,         সদা ছুটে বেড়ায় ।। এটা পাবো এটা হবে ,              ভাবি মনে মন। উচ্চাকাঙ্ক্ষা তরে আমি         ছাড়ি আপনজন ।। দৌড়ে বেড়ায় ইঁদুর দৌড়          মনে লয়ে আশা । একদিন পাব সব          এই মোর ভরসা ।। সত্য একদা পেলাম তবে,       যা ছিল মোর মনে । আনন্দিত হয়ে ভাবিলাম    আমি, ধন্য এই জীবনে ।। সব পেয়েছি ,সব পেয়েছি ,              উচ্ছ্বসিত ভীষণ।  ভাবিলাম এইবার বুঝি       খুশি, হবে প্রিয়জন  ।। এই না ভেবে যেই আমি,     তাকিয়েছি মোর পিছে। একলা ফেলে চলে গেছে,       যে যার আপন কাজে।। ধন পেয়েছি , অর্থ পেয়েছি,         পেয়েছি অনেক সুখ । পরিবর্তে স্নেহ-মায়া-মমতা          মোর, করেছে বিমুখ ।।                                                       মিথ্যা মায়ায়  বশ হয়ে,       সব হারিয়েছি আমি।  এতদিনে  বুঝিলাম       কোনটি আসল দামি ।। তাইতো বলি, চাওয়ার আগে         ভাবো আর একবার। সত্যই কোনগুলি , একান্ত                   প্রয়োজন তোমার ।। মরীচিকার পানে ছুটে গিয়ে,            বৃথা যে  হও  ক্লান্ত । যা পেয়েছো তাহা

কবিতা ।। পারমিতা বসাক

ছবি
পলান্ন কালিয়া সংবাদ   খাবার টেবিল মাঝে মাছের  কালিয়া  কয়, একসাথে আছি মোরা হইয়ে গরিমা ময়, পলান্ন কালিয়া  মিশে অমৃতের ঘ্রান   কেউ ছোট বড়ো নই দুজনে সমান। শুনে  হাসে  পলান্ন বলে  কহ  কি  আমার  গরিমা  বাড়ে  সাথে  দিলে  ঘি,  তার সাথে কিসমিস যদি কাজু হয়  তাতেই পূর্ণ আমি নেই  কোন  ভয়। মাছের কালিয়া  কহে সে কি কভু হয়  মিলে  মিশে থাকি মোরা তবে পাই জয়,  একা যদি পলান্ন থাকে পাত পাশে তাহলে কি কখনোই জিভে জল আসে।  মিলেমিশে আছি মোরা কালিয়া পোলাও  তাই তো পলান্ন তুমি সমাদর পাও,  শুনে বলে পলান্ন কিযে হাসি পায় কালিয়া কি কখনো একই স্থান পায়। যত হোক লোভনীয় যত রসময়  সঙ্গী ভিন্ন তুমি কিছু ই যে নয়,  তুমি পরগাছা করো কিসের বড়াই  আমার গরিমা আমি নিজেই বাড়াই।  হেসে বলে কালিয়া সত্যি তা বটে  ঘি কাজু কিসমিস সঙ্গে তে জোটে,  তবে তুমি সেজে ওঠো পরে সব গয়না  এসব ছাড়া তো আর পলান্ন হয় না।  তাই বলি ভেবে দেখো মিলে  হাতে হাতে  খাবারে তৃপ্তি আনি মোরা একসাথে,  মিলেমিশে হাতে হাতে  সব কাজ হয়   একা হলে দুর্বল একত্রে জয়।  পোলাও কালিয়া দুয়ে মিল হলো শেষে  খাবার তৃপ্তিময় হলো অবশেষে।    =================== Paramita Basak 65,Ramgarh,Narasin

কবিতা ।। রবিউল ইসলাম মন্ডল

ছবি
যে কথা বলা হয়নি। আমার পৃথিবীতে আমিই রাজা চারিপাশ মোর রাজ‍্য আন্তরিকতার খামতি নেইকো বলিবো যা সব নায‍্য। । আমিই শাষক ভাবতে কী দোষ করিবো না তো অন‍্যায় অত‍্যাচারীর মূলচ্ছেদ করি নেইকো  প্রচ্ছয়। বন্ধু আমার তারাই শুধু যাহার সত‍্যের পথে অন‍্যায় সাথে নেইকো  আপোশ কোনদিন কোনমতে   । আক্রোশ যত তাদের প্রতি - যাহার অত‍্যাচারী বিপদ আসুক হোক না প্রলয় কভু না তাদের স্মরি। বন্দুক, বোমা , ছুরিকাঘাত যতই তোমরা করো ন‍্যায়ের দণ্ড আমার হস্তে উন্নয়নের ধ্বজা ধরো। এক নিমেষেই  দিতে পারি নিষ্ঠুরতার সাঁজা কিন্তু মোরা করবো না তা কারণ মোরা  প্রজা  । ============== =======০০০======= সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

ছড়া ।। রঞ্জিত বিশ্বাস

ছবি
চুনকালি মেঘে মেঘে বৃষ্টি বিন্দু, রয়েছে আজ ভেসে, খিল খিল উঠলে হেসে, তুমি কি উদ্দেশ্যে? আকাশের কোনে হচ্ছে জমা, কালো কিষটে মেঘ, মেঘের মধ্যেই আছে লুকানো, কত অজানা আবেগ। শোনো,তুমি একাগ্রচিত্তে, একটা কথা শোনো, নইলে কিন্তু চলতেই থাকবে, এই বিদ্যুৎ চমকানো। যুক্তি আর প্রযুক্তি সবই আজকে যেন উদ্ভট । প্রকৃতির কাছে জলজ্যান্ত হাজির হয়েছে রোবট। প্রকৃতি যদি ইচ্ছা করে, সব বুদ্ধি হয় খালি, প্রকৃতির ইচ্ছায় সমাজ মুখে, মাখাবো চুনকালি। ========== রঞ্জিত বিশ্বাস গ্রাম চাঁদপুর পোঃ বিজয়পুর জেলা নদীয়া ফোন নং 8145061784 পেশা শিক্ষকতা সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। পল্লব দাস

ছবি
  পরজীবী জ্ঞানহীন জ্ঞানী মানুষের ভিড়ে মাছ ঢাকতে শাকের ঢিল ; মনুষত্ব চুলায় আজ রক্ত কারো লাল, কারো নীল । সবসময় এই লাল নীলের পকেট ভরে পাবলিক পায় আন্ডা  সবার বৈশিষ্ট একই থাকে শুধু বদলে যায় ঝান্ডা । ঝান্ডা নিয়েই ফন্দিফিকির কে ভালো ? কে মন্দ? ভোটের সময় জনগণ বাবুসোনা ভোট পার হলেই গন্ধ । =============== পল্লব দাস (শিলিগুড়ি)8967627261 সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। দুলাল সুর

ছবি
চিরসমাপন      সুরের ভুবনে রঙের মিশেল নির্বাক বর্ণমালার উপবর্গ নিক্কণের ছন্দের তালে মিতভাষী সুরুপা প্রেয়সীর সিক্ত মায়াবী অবয়বে মুক্ত বিহঙ্গী সম চিত্তবৃত্তির ইচ্ছেরা ডানা মেলে অহরহ। অসীম চরাচরে অনুরক্তির অবগাহনে দুটি হৃদয়ের অভিলাষার পূর্ণতা। সুখস্বপ্নের মোহজাল জীবনসায়াহ্নে নিঃসঙ্গ অতীত স্মৃতির শিয়রে কড়া নাড়ে পিঙ্গল আঁখিদ্বয় গ্লানির অনলে চিরসমাপন।     **************************   - দুলাল সুর – মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, কোলকাতা – ৭০০১২৯, পশ্চিমবঙ্গ, ভারত, Mobile + Whatsapp – 8777624513 সহযোগিতা কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।  

কবিতা ।। নির্মল কুমার সিংহ

ছবি
এক‌ই অঙ্গে নানা রূপে  শ‌ঙ্করপ্রিয়া দেবী মহামায়া সদা আনন্দময়ী। আদ্যাশক্তি পরমা প্রকৃতি দুর্গা জ্যোতির্ময়ী।। এক‌ই অঙ্গে বিভিন্ন রূপে আগমন ধরা মাঝে। অসুরদলনী মহিষমর্দ্দিনী দশ প্রহরণ সাজে।। শিবানি শারদা ভবানী জ্ঞানদা বিশালাক্ষি অম্বিকা। অনন্তরূপিণী ভবতারিণী দেবী মঙ্গলচণ্ডিকা।।     কীরিটেশ্বরী গন্ধেশ্বরী অভয়া শাকম্ভরী।  জগদ্ধাত্রী ত্রিল‌োককর্ত্রী জয়ন্তী বিশ্বেশ্বরী।। যজ্ঞেশ্বরী পরমেশ্বরী ছিন্নমস্তা বগলা। অষ্টনায়িকা মাতা কামাক্ষ্যা বিপত্তারিণী কমলা।। তারা ধূমাবতী সারদা পার্ব্বতী বাসন্তী অন্নপূর্ণা। এক‌ই অঙ্গে বিভিন্ন রূপে হয় তাঁর আরাধনা।। সিংহবাহিনী দেবী কাত্যায়নী সকল দুঃখ হরা। মা'র পদরেণু আলোকের বেণু ধন্য বসুন্ধরা।। ~ নির্মল কুমার সিংহ    দেওয়ানগঞ্জ, হুগলী

কবিতা ।। চিন্ময় ঘোষ

ছবি
           বহুরূপী নারী           ------------------- নেশাগ্রস্ত চোখ, ফুলে উঠেছে দুটি ঠোঁট    অগাধ সাগরে পথ হারানো, জীবনের তট । আড়ষ্ট চাউনী, মুখে উড়িয়ে কালো ধোঁয়া জাগিয়ে তুলেছ, অন্তহীন মরিচীকার মায়া । সাদা জালের বিনুনি,অর্ধ টপলেস পরে  আদিম উন্মাদনা এনেছো বক্ষোপরে । লোলুপ দৃষ্টি,ক্রর বর্বর তৃষ্ণার্ত কামনা মিটাতে ছুটেছ, ভালোবাসাহীন বাসনা । চরিত্রহীন, লম্পট পশুদের সাথে মিলি প্রিয়জন কে করিয়েছো খুন, দিয়েছ বলি । সন্তানে্রে অনাথ করে, দিয়েছ একা ছেড়ে খন্ড খন্ড করে স্বপ্ন, মাতৃস্নেহ নিয়েছ কেড়ে  আবার তুমিই সেই নারী, মা রূপিনী  ছড়িয়েছ মাতৃস্নেহ ও ভালোবাসার বাণী। ঘানী টেনে ক্লান্ত, ঘর্মাক্ত স্বামীর তরে জুগিয়েছে ভালবাসার পরশ,তার পরে । হাতে হাত ধরে সামলিয়েছ ঘর, সংসার নিজ ব্যথা লুকিয়ে হাসিমুখ ফোটাও সবার। ইট,পাথর ভেঙেছ, অভাবের তাড়নায় সন্তান পিঠে নিয়ে,কাজেরত অবলীলায়। কোন দিন ম্লান মুখ দেখিনি তোমায় পথচেয়ে থাকো, প্রবাসী স্বামীর অপেক্ষায়। কখনো তুমি স্নেহময়ী, কখনো বা ক্ষুরধার তবু ও তোমারই দান,এই জগৎ সংসার । ======= নাম- চিন্ময় ঘোষ , দূলমী ,ঝালদা , পুরুলিয়া , 9547838004

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪