কবিতা ।। নির্মল কুমার সিংহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 17, 2020

কবিতা ।। নির্মল কুমার সিংহ

এক‌ই অঙ্গে নানা রূপে 


শ‌ঙ্করপ্রিয়া দেবী মহামায়া সদা আনন্দময়ী।

আদ্যাশক্তি পরমা প্রকৃতি দুর্গা জ্যোতির্ময়ী।।

এক‌ই অঙ্গে বিভিন্ন রূপে আগমন ধরা মাঝে।

অসুরদলনী মহিষমর্দ্দিনী দশ প্রহরণ সাজে।।

শিবানি শারদা ভবানী জ্ঞানদা বিশালাক্ষি অম্বিকা।

অনন্তরূপিণী ভবতারিণী দেবী মঙ্গলচণ্ডিকা।।    

কীরিটেশ্বরী গন্ধেশ্বরী অভয়া শাকম্ভরী। 

জগদ্ধাত্রী ত্রিল‌োককর্ত্রী জয়ন্তী বিশ্বেশ্বরী।।

যজ্ঞেশ্বরী পরমেশ্বরী ছিন্নমস্তা বগলা।

অষ্টনায়িকা মাতা কামাক্ষ্যা বিপত্তারিণী কমলা।।

তারা ধূমাবতী সারদা পার্ব্বতী বাসন্তী অন্নপূর্ণা।

এক‌ই অঙ্গে বিভিন্ন রূপে হয় তাঁর আরাধনা।।

সিংহবাহিনী দেবী কাত্যায়নী সকল দুঃখ হরা।

মা'র পদরেণু আলোকের বেণু ধন্য বসুন্ধরা।।



~ নির্মল কুমার সিংহ

   দেওয়ানগঞ্জ, হুগলী



No comments:

Post a Comment