কবিতা || জয়ন্ত চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 18, 2020

কবিতা || জয়ন্ত চট্টোপাধ্যায়



   কথা 


সোনাঝুরি বন রুক্ষ বিকেল লেখে ছবি আর কথা
চোখের আড়াল প্রবৃত্তি-প্রক্ষোভ মাখা জীবন
বংশবিস্তারের বাতিল অনিবার্যতা কোনও
প্রতিবন্ধ বা সংশোধনী মানে না।

অন্ধকার আপন নিয়মে শুদ্ধ।অথবা জঙ্গলের কাছে
যে সরষে-আলুর যুগলবন্দি তাতে বেশ হলদে সবুজ
মিলমিশ পদ্মিনীর পাঁকালত্বকে কাদাজল প্রসাধন
অকাতর খড়ি ফোটে রসকলি নয় তার জন্য পদকর্তা
দুকলিও লিখেছেন কি?
কাদা অঙ্গরাগে ধন্য রাধার জীবন চর্যাপদে ডোবে
আবরণ ভেদ কোনও ব্যত্যয় লেখে না।

কানু বিনে নাম হয় যদি গানও কি নয়!


==================



জয়ন্ত চট্টোপাধ্যায়

গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com

সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


        

No comments:

Post a Comment