Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্তগদ‍্য ।। সোমনাথ বেনিয়া



অ্যায় হাওয়া সিল্কি সিল্কি

কার কথা বলতে গিয়ে হোঁচট খাচ্ছো। পুনশ্চে যা বলা থাকে প্রায়শ সেটাই লালখাতার পদাবলি হয়ে দাঁড়ায়। কোথাও ছোট্ট ক্ষতের কারণ সিলি মিসটেক। বোরোলিনের আন্তরিক প্রচেষ্টায় কত মধ‍্যবিত্ত সংসারের যতিচিহ্ন উঠে গিয়ে, তা একটি নিটোল গদ‍্য কবিতা হয়ে দাঁড়ায় বেলাশেষে মরা রোদের গেরুয়া মলাটে। অভাব না থাকলে আবার ভাবের সাথে মিল হয় না। তাই তো সামান‍্য নখকুনির ব‍্যথা ঘরের ভিতর নিরাময়ের সম্মেলন ডাকে। যেন এক গোঁয়ারগোবিন্দ ভাড়াটিয়াকে উচ্ছেদের নোটিশ দিতে হবে। সরু গলির ভিতর দিয়ে হাঁটতে-হাঁটতে অনেক সময় দেওয়ালের গায়ে স্পর্শ দিয়ে লেখা হয়ে যায় ক‍্যান্টাবেরি টেলস। আসলে সম্পাদক নিজেই অদৃশ‍্য! নিয়তির মুদ্রণশিল্প অভূতপূর্ব! লেখার ভিতর ত্রুটিবিচ‍্যুতি থাক, অসুবিধা নেই। গালের টোলে টোকা মেরে ভাবনার মগডাল বাড়িয়ে না হয় বলে দেওয়া যাবে যে এত বড়ো কাজে টুকটাক টাইপো গ্রাফিক‍্যাল মিসটেক থাকবে না তা হয়। কিন্তু দাম! দর কষাকষির সর্বনিম্ন পর্যায়ে এসে থুতুর ভিতর অনিচ্ছার জীবাণু রেখে ব‍্যাগবন্দি করার ফন্দি চিরাচরিত। ভাবটা এমন যে ইথার তরঙ্গে কিছুটা অধিকার সবার উপর বর্তায়। যেমন হ‍্যাঙারে ঝুলন্ত পাঞ্জাবির কাছে গেলে ওয়িং মেশিনের কথা মনে পড়ে। কাঁটা ঘুরে যেখানে থামবে, সেটাই ঈশান কোণ! ঘনঘটা মেঘের চূড়া, চূড়া নামের মেয়ের এলানো চুল, চুলের জন‍্য শ‍্যাম্পুর বিজ্ঞাপন। অত‌এব "অ্যায় হাওয়া সিল্কি সিল্কি, বোলে জ‍্যায় বাতে দিল কী!" 
     আরে হুজুর , আলাদিনের প্রদীপের জিন হলে কী হবে, যুগের তো একটা ধর্ম আছে। এখন যুগ পালটে গেছে। শর্ত ছাড়া কাজ হবে কী করে? এই শর্ত বলতে ধরুন মনের কথা ইলেকট্রনিক কোড হয়ে ইনবক্সে যাচ্ছে। রিপ্লাই করার মতো ইমোজি কম পড়ছে। এখন তো সমস্ত অনুভূতি ভাষার ত‍্যাজ‍্যপুত্র হয়ে গেছে। সবটাই এখন আকার, ইঙ্গিত কিংবা সংকেতে পরিণত হয়েছে। তার উপর ভিন্ন ধরণের সিন্ডিকেটের অবদমিত উৎপাত। যদিও আন্দোলন ওই নিভুনিভু মোমবাতির শিখা পর্যন্ত। তারপর ছাই উড়িয়ে রত্ন পেলেন তো ভালো, না হলে বিতানের "শান্তিরামের চা" মন ভালো করার ভাঁড়ে বসে থাকে। "আই ওয়ান্ট টু লিভ টু দ‍্য লিজ অব মাই লাইফ!" ওই প্রেসিপিটেশনের উপর অনেকের লোভ থাকে। পার্থক‍্য শুধু মনের অভিব‍্যক্তির। সেও আবার ডার‌উইনের কথা মতো চলে। গরম ভাপ দূরে সরানোর অছিলায় যত ফুঁ ফুসফুস থেকে বেরিয়ে যায় তার খবর যে রাখে সে হলো ঘরের ঘুলঘুলি যার চাউনি চার আঙুলের হিম্মত কিংবা ভাবনা, ইয়ে দিল নাদান হ‍্যায় মেরা দোস্ত ...

=====================

Somnath Benia
148, Sarada Pally By Lane
(Near Sarada Bhaban)
P.O. + P.S. - Nimta
Dist-North 24 - Parganas
Kolkata - 700 049
Ph No.8697668875/9143155045(W/app)

সহযোগিতা কাম্য

এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬ নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা কাম্য।

 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত